রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শ্যামনগরে গণহত্যা দিবস পালিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ১৭:৫২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ মার্চ) সকালে গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদ চত্তরে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ। প্রধান অতিথি বক্তব্যে ২৫ মার্চে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বক্তব্যে গণহত্যা দিবসের ঘটনাবলী বর্ণনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা প্রমুখ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান বিভিন্ন কর্মসূচি পালন করে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে