রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ১৯:২১
ভাঙ্গুড়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে "২৫মার্চ বর বর গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫মার্চ) সকাল ১১টার দিকে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মো. আরাফাত হোসেন সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা মো. জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন,ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তাসমিয়া আক্তার রোজি,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃরুমানা আক্তার রোমি ,উপজেলাকৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.নাজমুল হুদা, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মোস্তফা কামাল, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম রবি,ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাজমুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আতিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী,ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোকছেদুর রহমান,সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত গণমাধ্যম কর্মিবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় ২৫ মার্চ গণহত্যার উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে