রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দেবিদ্বারে উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১২প্রার্থীর মধ্যে এগারো বৈধ এক বাতিল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
  ০৫ মে ২০২৪, ২০:০০
সংগৃহীত ছবি

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এর কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে ৩ পদে ১১ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে চেয়ারম্যান পদে খাদিজা বিনতে রোশন এর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উপজেলা চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন - কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ এমপি ছোট ভাই উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ মামুনুর রশিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রোশন আলী মাস্টার স্ত্রী সাহিদা আক্তার, দেবিদ্বার উপজেলার আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান বাবুল, এলাহাবাদ ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান ভূইয়া। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ প্রাথীরা হলেন - দেবিদ্বার পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান ছেলে মোঃ আল- কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক মোঃ মোসলে উদ্দিন ভূইয়া মানিক, ব্যবসায়িক মোঃ সোলেমান কবির, সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রাথী এরা হলেন- এডভোকেট নাজমা বেগম, উপজেলা মহিলা শ্রমিক লীগ সভাপতি শাহিনুর বেগম, কুমিল্লা উত্তর যুব মহিলা লীগ যুগ্ম আহবায়ক সাহিদা আক্তার ডলি।

আগামী ১২ মে রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রতিক বরাদ্দ ১৩ মে (সোমবার), ভোটগ্রহণের কথা রয়েছে ২৯ মে (বুধবার।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে