রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দামুড়হুদায় জাতীয় গনহত্যা দিবস পালিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ১৯:৩৬

দামুড়হুদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করেন।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে, দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু। এসময় বিভীষিকাময় ২৫ মার্চ কালরাত্রিতে নিরীহ নিরপরাধ বাঙালী জাতির ওপর বর্বর পাকিস্থানী বাহিনীর পৈশাচিক হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা সহকারী ভূমি কমিশনার সজল কুমার দাস, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ মাহবুব, এসময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এছাড়া আজ রাত ১১ টায় উপজেলা চত্বরে এক মিনিট প্রতীকী ব্লাক আউট কর্মসুচী পালন করা হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে