রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ২৬ মার্চ ২০২৪, ১৪:৫৩

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন, উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রো-ভিসি) প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান, কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম সহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন অফিসপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাষ্কর্য ‘প্রত্যয়-৭১’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, ভাসানী পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, বাঁধন সহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ‘প্রত্যয়-৭১’ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিন উপাচার্য প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন বিশ্বিবদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট উদ্বোধন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং ক্যাম্পাসের মন্দিরে প্রার্থণার আয়োজন করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে