রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৪, ১৬:৪৫

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

এদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনার ও জাতির পিতার মুর‍্যালে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে সকাল ৮টায় ফটিকছড়ি করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের প্যারেডগ্রাউন্টে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শুরুর পূর্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ ফটিকছড়ি থানা, বিএনসিসি, আনসার বিডিপি, ফায়ারসার্ভিস, সিভিল ডিফেন্সসহ ফটিকছড়ির অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কাউট, কাপদল গার্লস গাইডে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উল্লেখিত অনুষ্ঠানমালায় ফটিকছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসনের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

এরপর ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামীলীগ উভয় সংগঠনে অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠন নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন করেছে ফটিকছড়ি মুক্তিযুদ্ধা সংসদের নেতৃবৃন্দ। অন্যদিকে ফটিকছড়ি বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট লেয়াকত আলী চৌধুরী, সহ সভাপতি এডভোকেট উত্তর কুমার মহাজন, সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল ইসলামের নেতৃত্বে ফটিকছড়ি বার এসোসিয়েশন নেতৃবৃন্দ , সভাপতি স্বপন কুমার ধর, সাধারণ সম্পাদক আবু নাছেরের নেতৃত্বে ফটিকছড়ি জুয়েলার সমিতির নেতৃবৃন্দ, এডভোকেট খোরশেদুল আলম দিপু, ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেন করেন। এছাড়া ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেনের নেতৃত্বে ফটিকছড়ি পৌর পরিষদ, লায়ন একে জাহেদ চৌধুরীর নেতৃত্বে নাজিরহাট পৌর পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদে শফিকুর নূর বীর প্রতীক মাওলা হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, দুই থানার অফিসার ইনচার্জ, দুই পৌর মেয়র, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধা, সাংবাদিক ও পেশাজীবিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগ ও আয়োজনে স্থানীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ ৬ টি জটিল রোগীর ২৫ জনকে ১২,৫০,০০০ টাকার চেক বিতরণ এবং ভিক্ষুক পূর্নবাসন কর্মসূচির আওতায় ৮ ভিক্ষুককে ৮ টি ভ্যান গাড়ী বিতরণ করেন। এসময় সমাজ সেবা অফিসার রাজিব আচার্য্যসহ উক্ত অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফটিকছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠন যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করেছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে