রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কাপাসিয়ায় শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৪, ১৬:৫৭
কাপাসিয়ায় শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গাজীপুরের কাপাসিয়ায় ২৬ মার্চ- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা মনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা এম এ গনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, কাপাসিয়া থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার প্রমূখ।

এর আগে ২৬ মার্চ সূর্যোদয় প্রহরে স্বাধীনতা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন কাপাসিয়ার স্থানীয় সংসদ সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির পক্ষে উপজেলা আওয়ামীলীগ।

পরে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কাপাসিয়া থানা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, কাপাসিয়া প্রেস ক্লাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, কাপাসিয়া ডিগ্রি কলেজ,পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এছাড়া সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলণ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি। থানা পুলিশের একটি চৌকস দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকৌশলী মোঃ মাইন উদ্দিন, শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কুহিনুর রহমান, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির প্রমূখ।

কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে ডিসপ্লে প্রদর্শন করেন এবং কাপাসিয়া প্রেস ক্লাব ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জল ‘কাপাসিয়া’ শীর্ষক সংবাদ সামগ্রী ও আলোক চিত্র প্রদর্শন এবং ‘স্বাধীনতা’ নামক দেয়াল পত্রিকা প্রকাশ করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে