রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

গৌরীপুর মহিলা কলেজের স্বাধীনতা দিবস উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৪, ১৯:১২

ময়মনসিংহের গৌরীপুর ( অনার্স) মহিলা কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ "বিজয় ৭১" প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান নাজমুন নাহার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আব্দুল ছিদ্দিক, ইংরেজি বিভাগের প্রভাষক মো. রেজওয়ান হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তাছলিমা আজাদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নূরঝুমা, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক মো. মোস্তাকিম, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, প্রভাষক ইয়াছির আরাফাত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তাহমিনা আক্তার, প্রভাষক মো. রাকিবুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সেলিম আল রাজ, প্রভাষক শাহজাহান সিরাজ, লাইব্রেরিয়ান মো. কামাল হোসেন, প্রভাষক রাইসুল ইসলাম, শামছুন্নাহার বেগম, শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি এসময় বলেন, দীর্ঘ সংগ্রাম শেষে মুক্তিকামী বাঙালি জাতি তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছেন।

এই অর্জনের পেছনে যাদের অবদান রয়েছে তাদের প্রতি এ জাতি চিরকৃতজ্ঞ। আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মের নিকট মহান মুক্তিযুদ্ধের অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে যুগ যুগ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে