সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে: এমপি ইমরান

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৪, ১৯:৫১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম আত্মত্যাগের কারণেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে সক্ষম হয়েছে ৷

মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরেই মুক্তিযোদ্ধাগণের ভাতা তিনশত টাকা থেকে বিশহাজার টাকায় এসে দাঁড়িয়েছে। তিনি মহান মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার স্বপরিবারে নিহত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত সকলের নিকট প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও পজিপ কর্মকর্তা সুশান্ত কুমার এর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়ত করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দূল হক, জেলা পরিষদের সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, মূক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল আহমদ ৷

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ৷ আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্ধের মধ্যে ইফতার সামগ্রী, উপহার সামগ্রী ও যাতায়াত ভাতা প্রদান করেন৷

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে