রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রামগ‌ড়ে নানান আনুষ্ঠা‌নিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রামগড় (খাগড়াছ‌ড়ি)প্র‌তি‌নি‌ধি
  ২৬ মার্চ ২০২৪, ১৯:৫৪

খাগড়াছ‌ড়ির রাম‌গ‌ড়ে নানান অনুষ্ঠান পাল‌নের মধ‌্য দি‌য়ে যথা‌যোগ‌্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপিত হ‌য়ে‌ছে।মঙ্গলবার (২৬মার্চ)ভো‌রে সূর্য‌দো‌য়ের সা‌থে সা‌থে লেকপা‌ড়ে স্থা‌পিত বিজয় ভাস্কর্য প্রাঙ্গ‌নে ৩১ বার তোপধ্ব‌নির মধ‌্যদি‌য়ে স্বাধ‌ীনতা দিব‌স উদযাপ‌নের আনুষ্ঠা‌নিকতা শুরু হয়।এসময় উপ‌জেলা প্রসাশ‌নের আ‌য়োজ‌নে শহিদ‌দের স্মর‌ণে বিজয় ভাস্কর্যের বে‌দীতে পুস্পমাল‌্য অর্পন ক‌রেন উপ‌জেলা পরিষদ,উপ‌জেলা প্রসাশন,বাংলা‌দেশ আওয়ামীলীগ ও সকল সহ‌যোগী সংগঠন, মুক্তি‌যোদ্ধা সংসদ, বাংলা‌দেশ পু‌লিশের রামগড় সার্কেল অ‌ফিস ও রামগড় থানা, রামগড় রি‌পোর্টার্স ইউ‌নি‌টিসহ রাজ‌নৈ‌তিক,সামা‌জিক,সাংস্কৃ‌তিক সংগঠন ও বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠানের প্র‌তি‌নি‌ধিবৃন্দ।প‌রে সকাল আটটায় রামগড় সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য় মাঠে জ‌া‌তীয় পতাকা উ‌ত্তোলন ও বেলুণ উড়ি‌য়ে স্বাধীনতা দিব‌সের কুঁচকাওয়াজ অনুষ্ঠা‌নের উ‌দ্বোধন ক‌রেন রামগড় উপ‌জেলা চেয়ারম‌্যন বিশ্ব প্র‌দীপ কারবা‌রি,উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফ‌রিন,রামগড় থানার অ‌ফিসার ইনচার্জ দেব‌ প্রিয় দাস।এসময় অ‌তি‌থিরা মাঠ প‌রিদর্শন শে‌ষে সালাম গ্রহণ ক‌রেন।অনুষ্ঠা‌নে বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের শিক্ষার্থী‌রা মু‌ক্তিযুদ্ধ ও বাংলা‌দেশ সম্প‌র্কিত ম‌নোমুগ্ধকর ডি‌সপ্লে প্রদর্শন ক‌রেন।প‌রে দশটার সময় উপ‌জেলা স‌ম্মেলন ক‌ক্ষে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফ‌রিন এর প্রকাশনায় সাংব‌া‌দিক ও লেখক মোঃ নিজাম উ‌দ্দিন লাভলুর সম্পাদনায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উপল‌ক্ষ্যে বি‌শেষ প্রকাশনা "ঐ‌তিহা‌সিক রামগড় " ম‌্যাগা‌জিন'র ম‌োড়ক উ‌ম্মোচন কর‌া হয়।বই‌টির ম‌োড়ক উ‌ম্মোচন ক‌রেন রামগড় উপ‌জেলা চেয়ারম‌্যন বিশ্ব প্র‌দীপ কারবা‌রি,উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফ‌রিন,রামগড় থানার অ‌ফিসার ইনচার্জ দেব‌ প্রিয় দাস, সা‌বেক উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা ম‌ফিজুর রহমান,উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।এসময় বীর মু‌ক্তি‌যোদ্ধা ও মু‌ক্তি‌যোদ্ধা প‌রিবা‌রে সদস‌্যদের সংবর্ধনা দেওয়া হয়।।অনুষ্ঠা‌নে বীর মু‌ক্তি‌যোদ্ধা, সরকা‌রি বেসরকা‌রি কর্মকর্তা ,জনপ্র‌তি‌নি‌ধি,শিক্ষক শিক্ষার্থী ও সংবাদকর্মী উপ‌স্থিত ছি‌লেন।এছাড়াও মহান মু‌ক্তিযু‌দ্ধে জীবন উৎস্বর্গকারী জা‌তির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার শ‌া‌ন্তি কামনা ক‌রে বি‌শষে দোয়া,পুরুষ্কার বিতরণ ,সরকা‌রি বেসরকা‌রি প্র‌তিষ্ঠা‌নে জাত‌ীয় পতাকা উ‌ত্তোলন করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে