সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ঘাটাইলে রাতের আধারে শতাধিক গজারী গাছ চুরি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২৪, ১৪:৩৭
ছবি-যায়যায়দিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সংগ্রামপুর ইউনিয়নের ধোপা খগারাটা গ্রামে বনের শতাধিক গজারি গাছ রাতের আধারে কেচে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। যার আনুমানিক বিশ লক্ষাািধক টাকা। সরকার হারাচ্ছে রাজস্ব আর প্রকৃতি হারাচ্ছে বৈচিত্র। ২৬মার্চ মঙ্গলবার রাতের আধারে চুরির ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ঘাটাইল উপজেলার পুর্বাঞ্চল ধলাপাড়া রেঞ্জের আওতাধীন বটতলী বিটের কর্মকর্তাদের সাথে আতাত করে এলাকার চিহ্নিত কাঠ চোর সিরাজ,শাজাহান,সাদ্দাম সংগ্রামপুর ইউনিয়নের ধোপা খাগরাটা গ্রামে ২৬ মার্চ মঙ্গলবার থেকে ২৮মার্চ বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে বনের শতাধিক মুল্যবান গজারী গাছ কেটে নিয়ে সাবার করে দিয়েছে। বনে ভিতরে গিয়ে দেখা যায় শুধু গাছের গুড়ি রয়েছে। গাছ চোরে নিয়ে গেছে।

এলাকাবাসী জানায় বনবিভাগের কর্মকর্তার হুকুম ছাড়া গাছের পাতা কেউ ছিরতে পারে না। এখানে কর্মকর্তা হাত রয়েছে।

ঘাটাইল উপজেলার বটতলী বিট কর্মকর্তা হেলালুর রহমান কে বনের গজারী গাছ চুরি যাওয়ার বিষয়ে মুঠো ফোনে জানান আমি কিছু গাছ জব্দ করেছি।বাকীটা উদ্ধারের চেষ্টা চলছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে