শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান, অস্ত্র-গুলিসহ ডাকাত আটক 

টেকনাফ প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২৪, ২০:০৮

কক্সবাজারের টেকনাফে ২২নং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি'সহ এক রোহিঙ্গা সন্ত্রাসী কে গ্রেফতার করেছে।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।

তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

এ সময় ২২নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-সি/১, এর সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ওই ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক -সি/১ এর জাফর আহম্মের ছেলে নজির আহমদ।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে