সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল টেকনিশিয়ানের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ৩০ মার্চ ২০২৪, ১১:১৮
আপডেট  : ৩০ মার্চ ২০২৪, ১২:১০
-ফাইল ছবি

স্বাধীনতা দিবসের ছুটিতে নিজ মোটরসাইকেল নিয়ে অবসরে ঘুরতে বেড়িয়েছিলেন টেকনিশিয়ান জাহাঙ্গীর আলম।পেছনে বসেছিল তাঁরই হেলপার ফাহিম। পৌর এলাকার কেওয়া বাজার পৌঁছার আগেই একটি বাইসাইকেল চালকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ৩জনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ৪ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান টেকনিশিয়ান জাহাঙ্গীর আলম। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুরে।

শুক্রবার (২৯ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর। এরআগে, ২৬ মার্চ বিকেলের দিকে পৌর এলাকার কেওয়া বাজারের পার্টেক্স গার্মেন্টস কারখানার (ট্রিপল এপারলেস লি:) সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম (২১) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লেটির কান্দা গ্রামের আকবর আলীর ছেলে। সে মাওনা চৌরাস্তার কাকলী ফার্নিচারে হেড টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় চিকিৎসাধীন হেলপার ফাহিম ও বাইসাইকেল চালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিহতের স্বজন,পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতা দিবসে নিজ কর্মস্থল কাকলী ফার্নিচার বন্ধ থাকায় নিজ মোটরসাইকেল নিয়ে অবসরে ঘুরতে বেড়িয়েছিলেন টেকনিশিয়ান জাহাঙ্গীর আলম।পেছনে বসেছিল তাঁরই হেলপার ফাহিম। ঘুরাঘুরি শেষে ইফতারের আগে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক ধরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পৌর এলাকার কেওয়া বাজার পার্টেক্স গার্মেন্টস কারখানার (ট্রিপল এপারলেস লি:) সামনে পৌঁছাতেই বিপরীত দিক থেকে বসা একটি বাইসাইকেলের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সড়কে ছিটকে পড়েন তিনজনই। এতে মাথার খুলি ভেঙে গিয়ে গুরুতর আঘাত পান জাহাঙ্গীর। পরে স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তাদের মধ্যে জাহাঙ্গীরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে মারা যান জাহাঙ্গীর। আহত ২ জনের চিকিৎসা চলমান।

এ বিষয়ে কাকলী ফার্নিচারের স্বত্বাধিকারী সোহেল রানা বলেন," অত্যন্ত সৎ ও কর্মঠ ছিলেন টেকনিশিয়ান জাহাঙ্গীর। তাঁর অন্ত:স্বত্ত্বা স্ত্রী রয়েছে। তাঁর মৃত্যুতে কাকলী ফার্নিচার শোকাভিভূত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান যায়যায়দিনকে বলেন," মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো। এছাড়াও নিহতের স্বজনরা যদি আবেদন করে সে পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে"।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে