সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

নকলায় সিএনজি অটোরিকশা চোর চক্রের প্রধান গ্রেফতার

নকলা (শেরপুর) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ১৪:৫৭
নকলায় সিএনজি অটোরিকশা চোর চক্রের প্রধান গ্রেফতার

শেরপুরের নকলা উপজেলার আন্তঃজেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের মূল হোতা শ্যামল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

রোববার (৩১ মার্চ) দুপুরে গাজীপুর জেলার টঙ্গী ষ্টেশন রোড থেকে র‌্যাব-১ এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

শ্যামল মিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর থানার চকসনয় গ্রামের রুহুল আমিনের ছেলে এবং স্থানীয় সিলেটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জানায়, জানুয়ারীর ৩১ তারিখে নকলার পাঠাকাটা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ছেলে সুলতান মিয়ার সিএনজি চালিত অটোরিক্সাটি মেরামতের প্রয়োজন হলে চালক গাড়ীটিকে ফুলপুরের শ্যামল মিয়ার গ্যারেজে রেখে আসেন। পরদিন সুলতান মিয়া তার গাড়িটি চুরি হওয়ার খবর পেয়ে শ্যামলের সাথে যোগাযোগের চেষ্টা করলে শ্যামল গ্যারেজ বন্ধ করে গাঁ-ঢাকা দেয়। পরদিন সুলতান নকলা থানায় মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় আজ র‌্যাব-১ এর সহায়তায় গাজীপুর জেলার টঙ্গী স্টেশন রোড থেকে শ্যামলকে গ্রেফতার করে নকলা থানায় সোপর্দ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে