বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে কৃষি প্রণোদনা ও চেক বিতরণ 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৪, ১৩:২২
কালীগঞ্জে কৃষি প্রণোদনা ও চেক বিতরণ 

২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হয়।

এদিকে, একই সময় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩১ জন রোগী ও তাদের স্বজনের কাছে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে