শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে ১০ জেলে আটক, ৫ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৪, ২০:৪২
চাঁদপুরে ১০ জেলে আটক, ৫ জনের বিরুদ্ধে মামলা

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরায় দায়ে ১০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ৫জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) ভোরে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের শিলারচর নামক স্থান থেকে মাছ ধরা অবস্থায় হাতে নাতে আটক করা হয়।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন, আনোয়ার হোসেন (৩৫), আব্দুল খালেক (১৯), মো. নিরব (১৫), মো. বিল্লাল হোসেন (১৪), আব্দুর রকমান (১২), মো. হাসান (২০), মো. সোহাগ (১৮), মো. জলিল (২১), মো. আব্দুস সোবাহান (১২) ও মো. ওয়াসিম (১৪)। এসব জেলেদের বাড়ী শরীয়তপুর ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

ওসি কামরুজ্জামান বলেন, আটক জেলেদের সাথে থাকা ১ হাজার ৭শ’ মিটার অবৈধ কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আটক ১০ জেলের মধ্যে ৫ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে মামলা এবং ৫জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে