বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শীঘ্রই কর্ণফুলীর নয়াহাট সেতুর কাজ শুরু হবে: অর্থ প্রতিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৪, ১৭:৩০
শীঘ্রই কর্ণফুলীর নয়াহাট সেতুর কাজ শুরু হবে: অর্থ প্রতিমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, কর্ণফুলী উপজেলার ‘চরপাথরঘাটা ইউনিয়নের নয়াহাট সেতু নিয়ে দীর্ঘদিন এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। যতটুকু দেখেছি, পায়ে হেঁটে যেতেও মানুষের কষ্ট হয়। আমি কর্ণফুলী এলাকার মানুষের অসুবিধার কথা শুনে শিকলবাহা খালের ভাঙন ও বেড়িবাঁধ পরিদর্শন আর নয়াহাট সেতু দেখতে এলাম। এখানকার নেতারা বিষয়টি জানিয়েছেন। সুতরাং জনগণের স্বার্থে শীঘ্রই নয়াহাট সেতু নির্মাণ করা হবে।’

শনিবার (৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট নয়াহাট সেতু পরিদর্শন ও শিকলবাহা খালের বেড়িবাঁধ পরিদর্শন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এসএম সালেহ, চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধার ইউপি চেয়ারম্যান নুরুল হক, চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জকির আহমেদ মামুন, ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক, নুরুল হক চৌধুরী, চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল চৌধুরী, সাবেক ছাত্রলীগের আহবায়ক সাইফুদ্দিনসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে