শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় এতিম ও দুস্থদের মধ্যে ঈদ-সামগ্রী বিতরণ করলেন গণপূর্ত মন্ত্রী 

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৭ এপ্রিল ২০২৪, ১৯:২৮
ব্রাহ্মণবাড়িয়ায় এতিম ও দুস্থদের মধ্যে ঈদ-সামগ্রী বিতরণ করলেন গণপূর্ত মন্ত্রী 

ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, পবিত্র রমজান মাসে সাধারন মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যে দোয়া কামনা করেন।

তিনি আজ রোববার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার সরকারি শিশু পরিবারের শিশু ও দুঃস্থদের মদ্যে ঈদ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

পরে সাংবাদিকরা বিএনপির ইফতার মাহফিলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকার হটানোর ডাক প্রসঙ্গে মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহর রহমতে গত পাঁচ বছর ধরে সরকার উৎখাত করছেন। আগামী পাঁচ বছর পর্যন্ত উনি সরকার উৎখাত করতে থাকুক। এরপর যখন আমরা আবার নির্বাচনে যাব উনারা আবার বয়কট করুক। এই প্রার্থনা করি।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া ও সাধারণ সম্পাদক এম.এ. এইচ মাহবুবুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে