বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার

হাতিয়া
কোস্টগার্ড
নিরাপত্তা
  ০৯ এপ্রিল ২০২৪, ১৩:১৬
ছবি যাযাদি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা নৌ ঘাটে ও তমরুদ্দি লঞ্চ ঘাটে নিরাপত্তা টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি হাতিয়া স্টেশন।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল জানান ০৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তার লক্ষ্যে টহল প্রদান, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট,নৌযানে তল্লাসী এবং সন্দেহজনক যাত্রীদের ব্যাগ তল্লাশি সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রাম চলবে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ কার্যক্রম ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে