বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী মেয়রের উদ্যোগে ইমামসহ ১২ জনের হজের সুযোগ

পটুয়াখালী প্রতিনিধি
  ১৮ এপ্রিল ২০২৪, ১৩:১৩
আপডেট  : ১৮ এপ্রিল ২০২৪, ১৩:২৯
ছবি-যায়যায়দিন

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর ব্যক্তিগত অর্থায়নে ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদিআরবের রওহনা করেছেন পটুয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি মসজিদের ১০ জন ইমাম এবং পটুয়াখালী পৌরসভার ২ জন স্টাফ। বুধবার এই ১২ জন ঢাকা থেকে বিমান যোগে সৌদিরআরবের উদ্দেশ্যে রওহনা করেছেন।

ওমরা হজ্বের উদ্দেশ্যে যারা সৌদিআরবে গেছেন তারা হচ্ছেন পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাইদ, ১নং ওয়ার্ড এর গাজী বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা মনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ডের লোহালিয়া খেয়াঘাট বায়তুল নাজাত জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাসার, ৪নং ওয়ার্ডের বড় বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ আবু জাফর, ৫নং ওয়ার্ডের বায়তুল গফুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামীম আহম্মেদ, ৭নং ওয়ার্ডের নিউ মার্কেট জামে সমজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম, ৮নং ওয়ার্ডের জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা তানভীরুল ইসলাম, ৯নং ওযার্ডের বড় চৌরাস্তা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম, বায়তুল নাজাত জামে মসজিদের ইমাম মুফতী নিজাম উদ্দিন এবং মার্কাজ মসজিদের ইমাম মাওলানা সাইদুল ইসলাম। এছাড়া পটুয়াখালী পৌরসভার গাড়ী চালক সিদ্দিকুর রহমান ও মাসুদুর রহমান মেয়রের অর্থায়নে ওমরা হজ¦ পালন করছেন।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘সকল ধর্মপ্রান সুমলমানদের একটা ইচ্ছা থাকে কাবাঘর ও রওজা মোবারক দেখার। কিন্তু অনেকেরই আর্থিক সামর্থ থাকে না। এ জন্য আমি গত তিন বছর আগে এই উদ্যোগটি গ্রহন করি। আমি সকলের সাথে আলাপ সিদ্ধান্ত নেই, যেহেতু অধিকাংশ মসজিদের ইমাম সাহেবরা আর্থিক ভাবে স্বাভলম্বী থাকেননা। সে কারনে প্রতি বছর ৯টি ওয়ার্ড থেকে ৯ জন ইমাম সাহেবকে ওমরা হজ¦ পালনের ব্যবস্থা করবো। সেই ধারাবাহিকতায় প্রথম বছর ৯জন ইমাম সাহেবকে পাঠাতে পারলেও করোনার কারনে গত দুই বছর এই কার্যক্রমটি চালু রাখতে পারিনি। তবে এবার থেকে আবারও শুরু করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কাজটি করে যেতে পারি। মহান আল্লাহ আমার যেন সেই আর্থিক সামর্থ বজায় রাখে।’

পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের বলেন, এটি একটি মহৎ উদ্যোগ, আমরা জেলা ইমাম পরিষদ সিদ্ধান্ত নিয়েই ইমাম সাহেবদের একটি তালিকা তৈরী করে মেয়রের কাছে উপস্থাপন করেছি। আশা করছি আগামী ডিসেম্বর-জানুয়ারীতে অরেকটি গ্রুপ ওমরা পালনের সুযোগ পাবে। মেয়র মহিউদ্দিন আহম্মেদকে ধন্যবাদ জানানোর পাশপাশি দোয়া করি তিনি যেন ইসলামের খেদমতে তারা এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে