বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও পশুপাখির প্রদর্শণী উদ্বোধন 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১৮ এপ্রিল ২০২৪, ১৪:৩২
ছবি-যায়যায়দিন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী ২০২৪ উপলক্ষে প্রদর্শণী উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আযোজন করা হয় ।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল দৌলতপুর কুষ্টিয়ার বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ ও ডেনরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে আলোচনা সভা ও প্রদর্শণীর আয়োজন করা হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কাজী আশরাফুল ইসলাম। দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলামপ্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল ইসলাম।

এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। শেষে প্রদর্শণীতে অংশ নেয়া গবাদি পশু/পাখি খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে