বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ঘোড়াঘাটে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ১৮ এপ্রিল ২০২৪, ১৫:৫৬
ঘোড়াঘাটে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ভাবে এ মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হোসেন, সহকারী কমিশনার ভূমি মো. মাহামুদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, সাজ্জাত হোসেন ও ছদের আলী প্রমুখ।

খামারীদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন, খামারী শাহ নেওয়াজ ও কৌশিক মন্ডল। আলোচনা সভা শেষে মেলায় আগত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় গরু, ছাগল, হাঁস-মুরগী, কবুতর, ঘোড়া, মহিষ, খোরগোস এবং দুগ্ধজাত খাবার ও বিভিন্ন কোম্পানীর ঔষধ সহ ৩৬ টি স্টল স্থান পায়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে