শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৪, ১১:৪৩
আপডেট  : ২০ এপ্রিল ২০২৪, ১২:০৭
দুর্গাপুরে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

নেত্রকোনার দুর্গাপুরে মাদক ব্যবসায়ীদের কবল থেকে এলাকা রক্ষা ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি বাজারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে শুকুনাকুড়ি এলাকার বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ অংশগ্রহন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্যে রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাল উদ্দিন, মাওলানা আবু ইউসুফ, মুফতি বেলাল হোসাইন, লুৎফর, জয়নাল আবেদীন,আব্দুল রাজ্জাক, নজরুল ইসলাম, মো. ইসলাম, হারেজ মিয়া, সুলতান মিয়া, আক্কাছ আলী, সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, শুকনাকুড়ি এলাকার মাদক ব্যবসায়ীরা এখন বেপরোয়া হয়ে গেছে। গ্রামের আনাছে কানাছে এখন মাদকে সয়লাব হয়ে গেছে। এলাকার চিহ্নিত মাদক কারবারিরা এখন প্রকাশ্যেই ইয়াবা গাঁজা সহ নানা ধরনের মাদক বিক্রি করছে। এতে দিন দিন এলাকার যুব সমাজ আসক্ত হয়ে পড়ছে। মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এলাকা তাই বাধ্য হয়ে আমরা এলাকাবাসী আজ মানববন্ধন করছি। এলাকার মাদক ব্যবসায়ীরা হলেন শুকনাকুরি এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মো. রতন মিয়া,মৃত তোতা মিয়ার দুই ছেলে সাগর মিয়া,সোহাগ মিয়া তার স্ত্রী মিনা আক্তার, মৃত লাল মিয়ার ছেলে সোহেল মিয়া,মৃত মিরাজ আলীর ছেলে রাব্বি মিয়া ও, কাছম আলীর ছেলে সালাম মিয়া, মৃত তোতা মিয়ার স্ত্রী নূর জাহান।আশা করছি আমাদের এমপি মহোদয় সহ প্রশাসন আমাদের দাবির প্রতি দৃষ্টি দিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনবেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শুকুনাকুড়ি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে