রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে ছয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৪, ১৯:৫৯
আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে ছয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস-চেয়ারম্যান(পুরুষ) পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে ২ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন অফিসের তথ্যমতে, বান্দরবানের আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম।

ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন ও সাবেক ভাইস চেয়ারম্যান ও মোহাম্মদ রিটন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার ও সাবেক ইউপি সদস্য ইয়াছমিন আক্তার।

বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন।

তিনি জানান, মনোনয়নপত্র জমাদানের বান্দরবানের আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করে। বৈধতা পেয়েছে এর। আগামী ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও প্রথম ধাপে আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে