সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

তারাকান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবহিতকরণ কর্মশালা

তারাকান্দা(ময়মনসিংহ)প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ২০:০৯
তারাকান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবহিতকরণ কর্মশালা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউনিয়ন ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতে অবহিতকরণ কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

বুধবার(২৪এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ ইউনিটের ব্যবস্থাপনায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অবহিতকরণ সভার আয়োজন করে।

উপজেলা মেডিকেল অফিসার ডাঃ উম্মে নফি সঞ্চালনায়,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড ফজলুল হক সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা।

স্বাগত বক্তব্য রাখেন,ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক কাজী মাহফুজুল করিম,আরো বক্তব্য রাখেন, সহকারী পরিচালক(এমসিএইচ) ডিপিএম ডাঃ আ.ন.ম মোস্তফা কামাল মজুমদার, ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ মাহমুদা বেগম, ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিখাঁ ইউপি চেয়ারম্যান শামসুল আলম (রাজু) তারাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিবাকর ভাট প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, মাতৃত্বকালীন সময়ে ২৪ ঘণ্টা প্রসব সেবাসহ মৃত্যুহার শূন্যে কমিয়ে আনা, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি গতিশীল করার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে