বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভাষ্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় আটক ৮ জনের রিমান্ড আবেদন

মানিকগঞ্জ  জেলা প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৫, ১৭:১৭
আপডেট  : ১৭ এপ্রিল ২০২৫, ১৮:২২
ভাষ্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় আটক ৮ জনের রিমান্ড আবেদন
ছবি: যায়যায়দিন

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে আসামিদের আদালতে প্রেরণ করেছেন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ৪ টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন, খান মোঃ রাফি সৃজন ওরফে রাফু (১৮), মোঃ আল আমিন খান তমাল (২২), মঈন উদ্দিন আহমেদ পিয়াস (২২) মোঃ বাবুল হোসেন (৬০), মোঃ মীর মারুফ (২১), মীর আমিনুর (২৬), মোঃ মোশারফ হোসেন (৪৮) ও সঞ্জিব ঘোষ (৪০)।

এই ঘটনার বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান খানকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্টি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে।

জানা গেছে, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাত তিনটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ঘোষের বাজার এলাকায় ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আগুনের বিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণের আসলে একটি ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র, ভাস্কর্যসহ একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার পরে গতকাল বুধবার (১৬ এপ্রিল) বিকেলে চিত্রশিল্পী মানবেন্দ্র বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, 'চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। আজকে বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে