নরসিংদীর শিবপুরে তিন মাদক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫.৩০ মিনিটে উপজেলার বাঘাবো ইউনিয়নের জয়মঙ্গল এলাকায় ০৩ জন মাদকসেবীকে মাদকসেবনরত অবস্থায় ধরা হয়। এ সময় তারা টিলার সন্নিকটে একটি ঘরে ইয়াবা সেবন করছিলো।
ভ্রাম্যমাণ আদালত তাদেরেক হাতে নাতে ধরে ফেলে। এসময় মাদকসেবনকারী ০৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদন্ড ও ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিম। অভিযানে শিবপুর মডেল থানার পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।