শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাসুদ রানার সভাপতিত্বে ও স্বাস্থ্য কমপ্লেক্স স্টোরকিপার ফজলুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা; ইব্রাহিম, পরিবার পরিকল্পনা অফিসার গিয়াস উদ্দিন, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, নার্সিং সুপারভাইজার মোছা: আফরোজা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মান্নান, চৌহালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, প্রধান শিক্ষক মাও ইদ্রিস আলী ও ছাত্র প্রতিনিধি ছরোয়ার রাব্বি সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগন।