শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

গাঁজা বহনকারী প্রাইভেটকার খাদে...

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৫, ১৬:৩১
গাঁজা বহনকারী প্রাইভেটকার খাদে...
ছবি : যায়যায়দিন

বিপুল পরিমাণ গাঁজা বহনকারী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের আমু রোড বাজার-আমু চা বাগান সড়কের কালামন্ডল সেতুর কাছে এই ঘটনা ঘটে।

গাড়ি দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ভেতরে ৫ বস্তা গাঁজা দেখতে পান। পরে বিজিবি সদস্যরা এসে ৩ বস্তা দেখতে পান। এতে সন্দেহ জাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে আমু চা বাগান থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-জি-২৯৭২০৪) নিয়ন্ত্রণ হারিয়ে আমু রোড বাজারের আগে কালামন্ডল গ্রামের সেতুতে পড়ে যায়। সেই সময় স্থানীয়রা দুর্ঘটনা ভেবে ঘটনাস্থলে ছুটে যান এবং গাড়িতে পাঁচটি বড় বস্তা দেখতে পান।

এদিকে, বিজিবিকে খবর দেওয়া হলে, গুইবিল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এসে প্রাইভেট কারের মাঝখানের সিট থেকে তিন বস্তা গাঁজা জব্দ করে।

তারা আরও বলেন, তথ্য পাওয়ার পর বিজিবি ঘটনাস্থলে পৌঁছাতে যত সময় লেগেছিল, তার মধ্যে দুটি বস্তা গাঁজা উধাও হয়ে গেছে। এই ঘটনার তদন্ত প্রয়োজন।

চুনারুঘাট থানার (ওসি)মোহাম্মদ নূর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এস আই মোঃ আল মামুন কে পাঠিয়েছি।বিজিবি ৩৫ কেজি গাঁজা জব্দ করে থানায় জমা দিয়েছে।গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং লুট হওয়া গাঁজা উদ্ধারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে