শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আহার

গোলাম কিবরিয়া পিনু
  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সে-এক সময় ছিল

যখন ঘোড়ায় চড়ে মানুষকে হত্যা করে

অস্ত্র হাতে পরের রাজ্য দখল করার পর

\হরক্তমাখা হাত মুছে নিয়ে পরক্ষণেই-

কী আনন্দে গোগ্রাসে খাবার খেত স্বনামধন্য হন্তারক,

পোশাকে তখনও কাঁচা রক্ত লেগে থাকত

অদূরে পুড়তো ঘর-বাড়ি

মা ও শিশুর ক্রন্দনও শোনা যেত।

এখন হয়তো এমন পরিস্থিতি নেই

\হআমাদের দেশে-

তবে, এর চেয়ে ভয়াবহ অবস্থার মুখোমুখি

এখনো অনেক দেশের মানুষেরা-

তাদের অভিজ্ঞতায় বয়ান শুনলে

\হআমরা এখনো শিউরে উঠি!

তবে, গোপন ও অলক্ষে কপট বেশে

যে তোমাকে নিজ হস্তে রান্না করা খাবার খাওয়ায়

দাওয়াত দেয় দামি হোটেল বা রেস্তোরাঁয়

\হএকসঙ্গে তোমার সাথেও খায়-

সেই তোমাকে ফাঁদ পেতে

সুড়ঙ্গে নেওয়ার আয়োজন শেষ করে রাখে!

মহুয়ার মাতাল গন্ধে মাতোয়ারা হয়ে কখন যে তুমিও

টুপ করে অন্ধকূপে পড়ে যাবে-টেরও পাবে না,

তোমার পতনের শব্দ শুনতে পারবে না অন্য কেউ!

এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে আমরা প্রতিনিয়ত

\হগোপন হিংসায়-পরশ্রীকাতরতায়

\হচৈতন্য হারিয়ে-

ক্ষয়-ক্ষতি-দুর্ভাগ্য-পরাজয়-বিপর্যয় থেকে অন্যকে না বাঁচিয়ে

ভয়াবহ জিঘাংসার মধ্যে ডুব দিই!

গোপন অদ্ভুত আঁধির ভেতর থেকে

মড়াকাটা ঘরে নিজের জীবন্ত দেহ, মস্তিষ্ক ও হদয় রেখে

ফিটফাট পরিবেশে সাজানো-গোছানো টেবিলে

গান শুনতে শুনতে মুখে তুলে নিই

\হ-কত রকমের আহার!

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<37733 and publish = 1 order by id desc limit 3' at line 1