শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিরামচিহ্ন

রেজাউদ্দিন স্টালিন
  ১২ এপ্রিল ২০১৯, ০০:০০

অনেক দূর যেতে হবে বলতেন- নানিমা

রবার্ট ফ্রস্ট পড়েননি তিনি

মান্য করেছি-হতোদ্যম হইনি কখনো

জানি গন্তব্য অনিঃশেষ

আর এই কবিতা যা জীবনের দ্যোতক

তার কোথাও বিরামচিহ্ন ফেলিনি

একটি কমার ভারও

চাপাইনি তার কাঁধে- সেমিকোলনতো দূরে থাক

দাঁড়িচিহ্নের মধ্যে কেমন যেন মৃতু্যর গন্ধ

তাকে আপ্রাণ আড়ালে রেখেছি

কবি- মধুসূদন দত্তের পছন্দ মুক্তচিহ্ন

যা দূরযাত্রার সংযোগধ্বনি

ইনভারটেড কমার মধ্যে রেখেছি- কপোতাক্ষ নদ

সেখানে নোঙর ফেলিনি কোনোদিন

নিরবচ্ছিন্ন যাত্রা

পথে পথে ছড়ানো ছিটানো সাগরদাঁড়ি- হেনরিয়েটা

আর এই অমিত্রাক্ষর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45037 and publish = 1 order by id desc limit 3' at line 1