শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌসুমীর চলমান দিন

মৌসুমী হামিদ। সব ধরনের দর্শকের কাছেই যেন পরিচিত একটি মুখ। নাটক-টেলিফিল্ম চলচ্চিত্র, মিউজিক ভিডিও- কোথায় নেই তিনি! অভিনয়ের সব অঙ্গনেই নিজেকে মেলে ধরেছেন আপন মহিমায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। কখনো গল্পের রোমান্টিক নায়িকা, কখনো দসু্যরানী, আবার কখনো কমেডি, কখনো সিরিয়াস চরিত্রে অভিনয় করেন। সময় যতই এগিয়ে যাচ্ছে অভিনয়ে ব্যস্ততাও বাড়ছে তেমন এই অভিনেত্রীর। শুক্রবার দেশের বাইরে থেকে পাঁচটি নাটকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন তিনি। ফিরে এসেই তারার মেলার সঙ্গে কথা হয় তার। মৌসুমীর সঙ্গে কথা বলে প্রতিবেদনটি সাজিয়েছেন- মাসুদুর রহমান
নতুনধারা
  ২১ মার্চ ২০১৯, ০০:০০

কথোপকথনের শুরুতেই টানা হয় দেশি নাটকের বিদেশে শুটিং প্রসঙ্গ। মৌসুমী হামিদ একটানা বেশ কয়েকটি নাটকের জন্য নেপাল গিয়েছিলেন তিনি। কিন্তু এরই মধ্যে নাটকের নাম ভুলে গেছেন। চেষ্টা করেও চটজলদি বলতে পারলেন না সবগুলো নাটকের নাম। জানালেন, রাকেশ বসুর তিনটি, দীপু হাজরার একটি ও অঞ্জন আইচের একটি নাটক। প্রশ্ন করা হলো ইদানীং বিদেশে নাটকের শুটিংয়ের হিড়িক পড়েছে। প্রায়ই দেখা যায়, নাটকের টিম দেশের বাইরে। নাটকের জন্য বিদেশ যাওয়া কতটা জরুরি? জবাবে মৌসুমী হামিদ বলেন, 'জরুরি বলতে গল্পের প্রয়োজনে যেতে হচ্ছে। যদিও দেশেই যা সম্ভব তার জন্য অযথাই দেশের বাইরে যাওয়া আমি প্রয়োজন মনে করি না। তবে আমরা যে কটি নাটকের জন্য গিয়েছিলাম তা গল্পের প্রয়োজন ছিল দেশের বাইরে শুটিংয়ের।'

এর আগে গেল নারী দিবস উপলক্ষে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন মৌসুমী। এর মধ্যে একটি 'উপলব্ধি'। মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সাখাওয়াত মানিক। এতে মৌসুমীর প্রাণবন্ত অভিনয় সবার নজর কাড়ে। নারী দিবসের ব্যস্ততা কাটিয়ে মৌসুমী এখন অভিনয় করছেন প্রচার চলতি ধারাবাহিক ও খন্ড নাটকে। বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে তার অভিনীত কয়েকটি ধারাবাহিক। এর মধ্যে 'ফোর টুয়েন্টি', 'সুখী মীরগঞ্জ', 'ঘরে বাইরে', 'জায়গীর মাস্টার'সহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এ ছাড়া 'ফ্যামেলী অ্যালবাম'সহ একাধিক নতুন ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন।

আসন্ন ঈদকে সামনে রেখে নাটক পাড়ায় শুরু হয়েছে ঈদের ব্যস্ততা। সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে ঈদের একটি নাটকে কাজ শেষ করেছেন। সাত পর্বের ধারাবাহিক নাটকের নাম 'আমি তো সে না'। নির্মাণ করছেন তারিক মোহাম্মদ হোসেন। এই নাটকের মাধ্যমে দীর্ঘ চার বছর পর একসঙ্গে অভিনয় করলেন মোশাররফ-মৌসুমী। ২০১৫ সালে 'ঢেউ' নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

এ বিষয়ে মৌসুমী হামিদ বলেন, 'অনেক দিন পর মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। এতদিন একসঙ্গে কাজ করার অনেক প্রস্তাবই পেয়েছি। কিন্তু দুজনার শিডিউল না মেলায় কাজ করা হয়ে উঠেনি। এবার ব্যাটে-বলে মিলে যাওয়ায় একসঙ্গে কাজ করলাম।'

শুধু নাটকে নয়, চলচ্চিত্রেও মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। ২০১৩-সালে 'না মানুষ' চলচ্চিত্রে অংশগ্রহণের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। কিন্তু ২০১৪ সালে 'হাডসনের বন্দুক' চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন। এরপর বস্নাকমানি, বস্নাকমেইল, মেন্টাল, জালালের গল্প'সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করে নিজের অভিনয়ের নৈপুণ্যতা ধরে রেখেছেন।

অভিনয়ে চলচ্চিত্রের খবর নিয়ে জাতে চাইলে তিনি বলেন, 'চলচ্চিত্রের যেমন খবর আপনারা চান, তেমন খবর আপাতত নেই। তবে গাজী রাকায়াতের 'গোর' চলচ্চিত্রের শুটিং ও ডাবিং শেষ করেছি। এ ছবিতে আমি কোন চরিত্রে অভিনয় করেছি তা বলা নিষেধ আছে। তবে এতটুকু বলতে পারি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন।'

অন্যদিকে এ অভিনেত্রী আরও একটি চলচ্চিত্রে কাজ করছেন। আরিফুর জামান আরিফের পরিচালনায় 'কাঠগড়ায় শরৎচন্দ্র' চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন রাজলক্ষ্ণী চরিত্রে। এর শুটিং প্রায় শেষের দিকে। ছবিটি নিয়ে তিনি বলেন, 'এটা আমার জন্য একদিকে সৌভাগ্য যে, শরৎচন্দ্রের রাজলক্ষ্ণী চরিত্রে অভিনয় করছি আবার অন্যদিকে এটি একটি চ্যালেঞ্জিং। চেষ্টা করছি চরিত্রটি ফুটিয়ে তুলতে।'

নাটকের চরিত্র নিয়ে বলেন, 'অভিনয় করা আমার কাজ তাই কমেডি ও সিরিয়াস সব ধরনের চরিত্রেই অভিনয় করি। যে কোনটাতেই অভিনয়ে অভ্যস্থ। চরিত্রের বৈচিত্র্য আনতে কমেডি/ সিরিয়া সব ধরনের কাজই জরুরি। তবে, নিরীক্ষাধর্মী চরিত্রে কাজ করতে চাই, কিন্তু সবসময় তা হয়ে ওঠে না। চাওয়ার সঙ্গে অনেক সময়ই পাওয়ার মিল ঘটে না। অভিনয়ে নিজেকে ভাঙতে চাইলেও সুযোগ কতটুকু থাকে সেটাই বড় বিষয়।'

২০১০ সালে লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় রানার্স আপের মাধ্যমে মিডিয়ায় পা রেখেছিলেন মৌসুমী। এ রঙিন মঞ্চে চলতে গিয়ে অনেকের মতো ফঁসকে যাননি। বরং এগিয়েছেন বুঝে শুনেই। শুরুটাই ছিল চমকে ভরা। ধারাবাহিক নাটক 'রশ্নি' মধ্য দিয়েই তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর রেডিও চকলেট, ভালোবাসার চতুষ্কোণের মতো দর্শকপ্রিয় নাটকের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেন মৌসুমী।

নাটক ও চলচ্চিত্রের চলমান অবস্থা নিয়ে মৌসুমীর ভাষ্য, 'চলচ্চিত্রের অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে। নতুনরা কাজ করছে। তাদের উপস্থাপনার মধ্যে বৈচিত্র্য আছে। অন্যদিকে টিভি নাটকও ভালো হচ্ছে। সুন্দর গল্পের সুন্দর নির্মাণ হচ্ছে। তবে কিছু কিছু নাটকের মেকিংটা হচ্ছে চলচ্চিত্রের মতো। নাটকে চলচ্চিত্রের আভাস। নাটক দেখতে বসে দর্শক চলচ্চিত্র দেখতে চান না। যেটা টিভি নাটকের জন্য শোভা পায় না বলেও আমার মনে হয়। এতে করে চলচ্চিত্রের প্রতি দর্শকের অনাগ্রহ তৈরি হয়।'

অভিনয়ে যারপর নেই ব্যস্ত থাকলেও মৌসুমী ভাবেন নিজেকে নিয়ে। রাতদিন শুটিংয়ে সময় পার করতে করতে বিয়ে করে সংসার করা হয়নি আজও। তবে বিয়ে যে করবেন না তা কিন্তু নয়। বিয়ের সিদ্ধান্তও নিয়েছেন তিনি। এ বছর থেকে ২০২০ সালের মধ্যে বিয়ে করে সংসারী হতে চান তিনি। সুদর্শন হতে হবে এমন বাধ্য বাধকতা নেই। জীবনসঙ্গী হিসেবে চান শিক্ষিত, রুচিশীল একজন পুরুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<41881 and publish = 1 order by id desc limit 3' at line 1