শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
' মিস ওয়ার্ল্ডের মতো একটি জনপ্রিয় প্রতিযোগিতা থেকে শোবিজ অঙ্গনে এসেছি, তাই শুরুতে কাজ পেতে কষ্ট করতে হয়নি। সবাই আমাকে সুন্দর ভাবেই গ্রহণ করেছে। এরপরেও নতুন হিসেবে প্রতিবন্ধকতা তো থাকবেই। সেসব উতরে উঠার চেষ্টা করছি। অনেক বিষয়ই আগে জানা ছিল না। এখন শিখছি। আর যতদিন দর্শক আমাকে ইতিবাচকভাবে গ্রহণ করবে, ততদিনই কাজ করে যাব। '

কেমন হবে সিনেমা যাত্রা

রিয়াজুর রহমান
  ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০
জান্নাতুল ফেরদৌস ঐশী

একটু একটু করে লাইট, ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায় ব্যস্ত হয়ে উঠছেন 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' খেতাব জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। একের পর এক চলচ্চিত্রের প্রস্তাব পাওয়ায়, সিডিউল দিতে হচ্ছে হিসাব কষে। ইতোমধ্যে শেষ করেছেন দুটি চলচ্চিত্রের কাজ। শুটিং চলছে তৃতীয় চলচ্চিত্রের। এত শত কাজের ভিড়ে মূল কাজটিই সাড়া হয়নি তার। সেটা হলো, বড় পর্দায় নিজেকে দেখা। বিষয়টি একটু খুলেই বলি। একের পর এক চলচ্চিত্রে কাজ করলেও এখন পর্যন্ত কোনো ছবি মুক্তি পায়নি ঐশীর। অনেকটা শুরু হয়েও যেন হলো না শুরু! তবে সব ঠিক ঠাক থাকলে এ বছরই সেলুলয়েডে অভিষেক হবে তার। আছেন সে অপেক্ষাতেই। ভেতরে ভেতের কাজ করছে হাজারো চিন্তা। ঐশীর ভাষ্যমতে, 'চলচ্চিত্রে কাজ করা মানেই বড় পর্দায় নিজেকে দেখা। পর্দার 'ঐশী'কে দেখার জন্য আমিও মুখিয়ে আছি। ভেবেছিলাম, গত বছরই মিশন এক্সট্রিমের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হবে আমার। তবে ছবিটি এ বছর রোজার ঈদে মুক্তি পাচ্ছে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত আমি। চাইব আমাদের সবার কষ্ট যাতে সার্থক হয়। দর্শক আমাকে ইতিবাচকভাবে গ্রহণ করলে ভালোই লাগবে।'

পুলিশি অ্যাকশনকে কেন্দ্র করে সাজানো হয়েছে 'মিশন এক্সট্রিম'। ঢাকা অ্যাটাক সুপার হিট হওয়ার পর এ চলচ্চিত্রটি নির্মাণে হাত দেন সানি সারোয়ার। আর এতে প্রথমবারের নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হোন ঐশী। তাও আবার চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভর বিপরীতে। প্রথম ছবিতেই এমন সহশিল্পীকে পেয়ে শুরু থেকেই দারুণ উচ্ছ্বসিত ছিলেন এ অভিনেত্রী। ঐশী বলেন, 'শুভ ভাইয়া অসাধারণ মানুষ। কখনো বুঝিয়ে দেন, কখনো আদর করেন, কখনো পরামর্শ দেন, কখনো বকাও দেন। তাই প্রথমে ছবিতে ভাইয়াকে সহশিল্পী হিসেবে পেয়ে আমি মুগ্ধ।'

ঐশী আরও বলেন, 'মিস ওয়ার্ল্ডের মতো একটি জনপ্রিয় প্রতিযোগিতা থেকে শোবিজ অঙ্গনে এসেছি, তাই শুরুতে কাজ পেতে কষ্ট করতে হয়নি। সবাই আমাকে সুন্দর ভাবেই গ্রহণ করেছে। এরপরেও নতুন হিসেবে প্রতিবন্ধকতা তো থাকবেই। সেসব উতরে উঠার চেষ্টা করছি। অনেক বিষয়ই আগে জানা ছিল না। এখন শিখছি। আর যতদিন দর্শক আমাকে ইতিবাচকভাবে গ্রহণ করবে, ততই কাজ করে যাব।'

বড় পর্দায় অভিষেক না হলেও ছোট পর্দায় দিব্যি আছেন এ অভিনেত্রী। তবে খন্ড বা ধারাবাহিক নাটকে নয়। টিভি বিজ্ঞাপনে এক কথায় চমক দেখিয়েছেন। আদনান আল রাজীবের দুটি টিভিসিতে কাজ করে হয়েছেন প্রশংসতি। পাশাপাশি সম্ভাবনা জাগিয়েছেন শোবিজ অঙ্গনেও। এরই মধ্যে সিয়াম আহমেদের সঙ্গে 'দোতরা' নামের একটি মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছে তার। তবে প্রস্তুতির অভাবে কাজটি নাকি যুতসই হয়নি বলে স্বীকার করেছেন ঢাকাই চলচ্চিত্রের এ নবাগতা।

ঐশী নিজেকে বড় পর্দার মানুষ ভাবতেই পছন্দ করেন। তাই পরিকল্পনার সিংহভাগ জুড়েই আছে সেলুলয়েড। উল্টো চিত্র নাটক নিয়ে। ছোট ছোট শব্দে বলেন, 'আপাতত ছোট পর্দায় কোনো কাজ করার পরিকল্পনা নেই। তবে ছোট পর্দার কাজ আমার ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশের প্যাকেজ নাটকগুলো আমার কাছে বিশ্বমানের মনে হয়। এখানে যারা অভিনয় করেন, তাদের অভিনয় দেখে বহুবার মুগ্ধ হয়েছি। তবে আমি যেহেতু চলচ্চিত্র দিয়ে শুরু করেছি তাই, এখানেই থাকতে চাই।'

চলচ্চিত্রের প্রতি আগ্রহ বেশি বলেই, ঐশীকে দিয়ে যা খুশি তা কাজ করানো যাবে না। ইতোমধ্যে এরও প্রমাণ দিয়েছেন তিনি। আর সে জন্যই চুক্তির হওয়ার পরেও রায়হান রাফির 'স্বপ্নবাজি' চলচ্চিত্র থেকে বের হয়ে এসেছেন। এ নিয়েও কথা বলেন ঐশী। বলেন, 'মিডিয়ায় কাজের স্বপ্ন বুকে নিয়ে কয়েকজন তরুণ-তরুণীর জীবন সংগ্রামের দৃশ্য এ ছবির মূল উপজীব্য। শুরুর দিকে গল্পটা ভালোই লেগেছে। তবে যখন চিত্রনাট্য হাতে পাই, দেখি কিছু জায়গায় চরিত্রের প্রয়োজনে ছোট ছোট পোশাক ও সিগারেট খাওয়ার দৃশ্য রয়েছে। যা এই মুহূর্তে আমার পক্ষে করা সম্ভব নয়। পরে বিষয়টি রায়হান ভাইকে জানাই। তবে চরিত্রের প্রয়োজনে দৃশ্যগুলো পরিবর্তন করতে চাননি তিনি। কার্যত, আপত্তিকর দৃশ্যে কাজ করব না বলেই সরে এসেছি স্বপ্নবাজি ছবি থেকে। যদিও বিষয়টি সমঝোতার মাধ্যমেই হয়েছে।'

এদিকে সম্প্রতি শেষ করেছেন 'আদম' নামের আরও একটি চলচ্চিত্রের কাজ। এ ছবিতে কাজ করতে গিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। চরিত্রটি ছিল গ্রামের মেয়ের। ঐশীর গস্নামারাস লুককে গ্রামের মেয়ে বানানোর জন্য বড়োসড়ো পরীক্ষা দিতে হয়েছে তাকে। ঐশীর মতে, 'আদমের গল্পে প্রাণ আছে। তাই এর চরিত্রগুলোও বেশ প্রাণবন্ত ছিল।'

বর্তমানে এ অভিনেত্রী কাজ করছেন মীর সাব্বিরের নির্মাণাধীন প্রথম চলচ্চিত্র 'রাত জাগা ফুল'-এ। জানা গেছে, এ ছবির কাজও প্রায় শেষের দিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86473 and publish = 1 order by id desc limit 3' at line 1