শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা দ্বিতীয়পত্র

শব্দ কাকে বলে?
শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
  ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে শব্দ নিয়ে আলোচনা করা হল। শব্দ প্রশ্ন: ১। শব্দ কাকে বলে? উৎসগত বা উৎপত্তি বিচারে শব্দ কত প্রকার? আলোচনা কর। উত্তর : অথের্বাধক ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে শব্দ বলে। উৎসগত বিচারে বাংলা শব্দ পঁাচ প্রকার। যথা : তৎসম ২. অধর্-তৎসম ৩. তদ্ভব ৪. দেশি ৫. বিদেশি ১. তৎসম শব্দ : যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো প্রকার পরিবতর্ন ছাড়া বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন : সূযর্, চন্দ্র, কণর্, গৃহ ইত্যাদি। ২. অধর্-তৎসম শব্দ : যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে আংশিক পরিবতির্ত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেসব শব্দকে অধর্-তৎসম শব্দ বলে। যেমন : চন্দ্র > চন্দ, কণর্ > কন্ন, গৃহিণী> গিন্নি ইত্যাদি। ৩. তদ্ভব শব্দ : যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সম্পূণর্ পরিবতির্ত হয়ে, নতুন রূপে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন : চন্দ্র >চন্দ>চঁাদ, কণর্>কন্ন>কান, কৃষ্ণ>কেষ্ট>কালো ইত্যাদি। ৪. দেশি শব্দ : যেসব শব্দ পৈতৃকসূত্রে অনাযর্ সম্প্রদায় থেকে পাওয়া গেছে সেসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন : ঢাক, ডাব, কুলা, ঢেঁকি ইত্যাদি। ৫. বিদেশি শব্দ : যেসব শব্দ সংস্কৃত এবং খঁাটি বাংলা ছাড়া পৃথিবীর অন্যান্য ভাষা থেকে গ্রহণ করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করা হয়েছে সেসব শব্দকে এককথায় বিদেশি শব্দ বলে। যেমন : আইন, আদালত, অফিস, রিকশা, লুঙ্গি ইত্যাদি। প্রশ্ন: ২। শব্দ কাকে বলে? অথর্গত বিচারে শব্দ কত প্রকার? আলোচনা কর। উত্তর : অথের্বাধক ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে শব্দ বলে। অথর্গত দিক থেকে বাংলা শব্দ তিন প্রকার। যথা: ১. যৌগিক শব্দ ২. রূঢ় বা রূঢ়ি শব্দ ৩. যোগরূঢ় শব্দ ১. যৌগিক শব্দ : যেসব শব্দের অথর্ প্রকৃতি ও প্রত্যয়ের অথর্ অনুযায়ী হয়, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন : চল্ + অন্ত = চলন্ত ( অথর্ : চলছে), রেশম + ই = রেশমি (যা রেশম থেকে জাত) ইত্যাদি। ২. রূঢ় বা রূঢ়ি শব্দ : যেসব শব্দের অথর্ প্রকৃতি ও প্রত্যয়ের অথর্ অনুযায়ী না হয়ে অন্য কোনো অথের্র দিকে ইঙ্গিত করে, সেগুলোকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন : হাত + ই = হাতি (মূল অথর্ : যার হাত আছে, কিন্তু তা না বুঝিয়ে একটি প্রাণীকে বোঝাচ্ছে), তেমনি ‘পাঞ্জাবি’ শব্দ দিয়ে পাঞ্জাব প্রদেশের অধিবাসী না বুঝিয়ে একটি জামাবিশেষকে বোঝাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে