শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সপ্তম শ্রেণির পড়াশোনা

‘অন্যদিকে মন যার’Ñ
তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
  ২৯ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। শব্দাথর্ ১৩। এত দিনে তার রাগ পড়েছেÑ বাক্যে ‘পড়া’ কী অথের্ ব্যবহৃত হয়েছে? ক. ক্ষমা খ. নীরব গ. ভালো হওয়া ঘ. কমে আসা সঠিক উত্তর: ঘ. কমে আসা ১৪। তিনি একজন পাকা লোকÑ এই বাক্যে ‘পাকা’ কী অথের্ ব্যবহৃত হয়েছে? ক. ঝানু খ. অভিজ্ঞ গ. পক্ব ঘ. স্থায়ী সঠিক উত্তর: খ. অভিজ্ঞ ১৫। বুদ্ধিজীবীরা দেশের মাথাÑ এই বাক্যে ‘মাথা’ কী অথের্ ব্যবহৃত হয়েছে? ক. মেধা খ. জ্ঞান গ. অভিজ্ঞ ঘ. শ্রেষ্ঠ সঠিক উত্তর: ঘ. শ্রেষ্ঠ ১৬। গ্রামের লোকের ওপর তার হাত আছেÑ এই বাক্যে ‘হাত’ কী অথের্ ব্যবহৃত হয়েছে? ক. নজর খ. কুপ্রভাব গ. প্রভাব ঘ. অধিকার সঠিক উত্তর: গ. প্রভাব ১৭। ‘মৃতের মতো অবস্থা যার’Ñ এক কথায় কী হবে? ক. জীবন্মৃত খ. মুমূষুর্ গ. মৃতবৎ ঘ. নিজীর্ব সঠিক উত্তর: খ. মুমূষুর্ ১৮। ‘যা পূবের্ দেখা যায়নি’Ñ এক কথায় কী হবে? ক. অদৃষ্ট খ. দৃষ্টান্ত গ. অদৃষ্টপূবর্ ঘ ভূতপূবর্ সঠিক উত্তর: গ. অদৃষ্টপূবর্ ১৯। ‘অন্যদিকে মন যার’Ñ এক কথায় কী হবে? ক. অন্যমনস্ক খ. অন্যমনা গ. আনমনা ঘ. মনভোলা সঠিক উত্তর: খ. অন্যমনা ২০। ‘যা চেটে খেতে হয়’Ñ এক কথায় কী হবে? ক. চ‚ষ্য খ. লেহ গ. লেহ্য ঘ. পেয় সঠিক উত্তর: গ. লেহ্য ২১। ‘উপকারীর অপকার করে যে’Ñ এক কথায় কী হবে? ক. কৃতজ্ঞ খ. অকৃতজ্ঞ গ. কৃতঘœ ঘ. প্রত্যুপকারী সঠিক উত্তর: গ. কৃতঘœ ২২। ‘আকার’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক. সাকার খ. নিরাকার গ. বিকার ঘ. অপকার সঠিক উত্তর: খ. নিরাকার ২৩। ‘অপর্ণ’-এর বিপরীতাথর্ক শব্দ কোনটি? ক. গৃহীত খ. অবতরণ গ. সারণি ঘ. গ্রহণ সঠিক উত্তর: ঘ. গ্রহণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে