শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
স া ক্ষ া ৎ ক া র

সারাজীবন অভিনয় নিয়েই থাকতে চাই

দেশীয় নাটকের ব্যস্ত অভিনেতা আ. খ. ম. হাসান। গত ঈদে ২০টি একক নাটকসহ কয়েকটি ধারাবাহিক প্রচারিত হয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। আসছে ঈদের জন্য ইতোমধ্যে শেষ করেছেন ১৫টি নাটকের কাজ। ইউটিউবে তার নাটকই এখন সবার শীর্ষে। সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা হলো তার সঙ্গে...
নতুনধারা
  ১৮ জুলাই ২০১৯, ০০:০০
আ. খ. ম. হাসান

বর্তমানে ... ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছি। ইতোমধ্যে ১৫টি নাটকের কাজ শেষ করেছি। সম্প্রতি শেষ করলাম ইভান মনোয়ারের রচনায় ও এস এম রুবেল রানার পরিচালনায় 'ঘরজামাই সভাপতি'। গতকাল শেষ করলাম সাগর জাহানের 'সোনার খাঁচা'। অন্যদিকে শামীম জামানের ঈদ উপলক্ষ্যে ৭টি একক নাটকে কাজ শেষ করেছি। আগামী সপ্তাহ থেকে ৭ পর্বের ধারাবাহিক 'ইটিস পিটিস প্রেম' নাটকে কাজ করব। এছাড়াও সামনে আরও একাধিক নাটকের শুটিং আছে। অভিজ্ঞতা ... আমি প্রায় ২০ বছর যাবৎ নাটকে অভিনয় করছি। সালাহউদ্দিন লাভলু, শামীম জামান, জুয়েল হাসানসহ দেশের নামিদামি অনেক নির্মাতার নাটকে কাজ করেছি। নাটকে কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে হৃদ্যতা তৈরি হয়েছে। যেন আমরা সবাই একই পরিবারের সদস্য। সালাহউদ্দিন লাভলু ভাইয়ের সঙ্গে কাজ করতে গেলে আমি ও লাভলু ভাই শুটিং রেখে মাঝে মাঝে আড্ডায় মগ্ন হয়ে যাই। আড্ডায় নানা প্রসঙ্গই উঠে আসে। অনেক অভিজ্ঞতাও শেয়ার করা হয়। তবে এখন সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করলে ভালো হতো। কেননা, ফেসবুকে হ্যাকারদের যন্ত্রণায় আছি। অভিনয় জীবনে ... অভিনয়ের প্রতি প্রচন্ড আগ্রহ থাকায় অভিনয় ছাড়া জীবনে কিছু শিখিনি। এ পর্যন্ত আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অভিনয়ের জন্য পরিবার ও আত্মীয়স্বজনের চোখে ভিলেনে পরিণত হয়েছি। মঞ্চ নাটক থেকে এখন টিভি নাটকে কাজ করছি। এই অঙ্গন থেকে জীবনে অনেক পেয়েছি। আমার অগণিত দর্শক-ভক্তের কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ। তারা আমাকে ভালোবাসেন বলেই আজও আমি অভিনয় করার সুযোগ পাচ্ছি। পরিকল্পনা ... সারাজীবন অভিনয় নিয়েই থাকতে চাই। এর বাইরে তো কোনো কিছু করার সুযোগও নাই। প্রকৃত একজন অভিনয়শিল্পী হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে