শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নিবার্চন

তৃণমূলকে পদ ছেড়ে দেয়ার প্রস্তাব কংগ্রেসের

জ্জ বিজেপিকে আরেকটা ধাক্কা দিতে চাইছেন রাহুল
যাযাদি ডেস্ক
  ২৬ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৬ জুন ২০১৮, ১০:৫৩
রাহুল গান্ধীস ও মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের মোদি শিবিরকে ধাক্কা দিতে রণকৌশল ঠিক করে ফেলেছে দেশটির শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। সামনে দেশটির পালাের্মন্টের উচ্চকক্ষ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নিবার্চন। আর সেই নিবার্চনের আগে বিজেপি শিবিরকে আরেকটা মোক্ষম ধাক্কা দিতে চাইছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর সেই কারণে তিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদটি তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিতে রাজি হয়েছেন। সংবাদসূত্র : ওয়ান ইনডিয়া।

বতর্মানে কংগ্রেসের ৫১ জন সাংসদ রয়েছে রাজ্যসভায়। সেই আলোকে প্রধান বিরোধী দল হিসেবে এই নিবার্চনে কংগ্রেসই বিজেপির মনোনীত প্রাথীর্র বিরুদ্ধে লড়াইয়ের মূল দাবিদার। কিন্তু সেই দাবি থেকে সরে এসে কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছেÑ জোটের স্বাথের্ এই পদে লড়–ক তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নিবার্চন থেকেই বিজেপি বিরোধী জোটের পাকাপাকি পথ চলা শুরু হোক, এমনটাই চাইছেন কংগ্রেস সভাপতি। আগামী ১ জুলাই অবসর নিচ্ছেন রাজ্যসভার বতর্মান ডেপুটি চেয়ারম্যান তথা কেরালার কংগ্রেস সংসদ সদস্য পি জে ক্যুরিয়ন। এরপর ১৬ বা ২৩ জুলাই থেকে পালাের্মন্টের বষার্কালীন অধিবেশন শুরু হবে। নিয়ম অনুযায়ী, ১ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ডেপুটি চেয়ারম্যান পদে নিবার্চন করে নিতে হবে। সেই লক্ষ্যেই বিজেপি ও বিরোধীদলগুলো দাবার ঘঁুটি সাজাতে শুরু করে দিয়েছে। বিজেপির হাতে পযার্প্ত সংখ্যা নেই। যদিও বিজেপির সদস্য সংখ্যা ৬৯ জন। শরিকদের অবস্থান অনেকটাই টলমল। এই অবস্থায় বিরোধীরা যদি এক করতে পারে সব দলকে, তাহলে ডেপুটি চেয়ারম্যান হবেন বিরোধী দলেরই কেউ।

কংগ্রেস চাইছে, এই নিবার্চনে প্রাথীর্ দিক তৃণমূল কংগ্রেস। বিরোধীপক্ষের হয়ে তৃণমূল লড়াই করুক। তাহলে বিজেপির পরাজয় নিশ্চিত। কেননা, এখনো যারা কংগ্রেস ও বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে চলছে, তারা তৃণমূলকে ভোট দিতে পিছপা হবে না। তৃণমূলের সঙ্গে ওড়িশার বিজেডি, তেলেঙ্গানার টিআরএস, অন্ধ্রপ্রদেশের টিডিপির সম্পকর্ ভালো। তাদের সমথর্নও পেয়ে যাবে তৃণমূল।

উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা মাত্র ১৩। তবু কংগ্রেস তৃণমূলকে সমথর্ন দিতে চাইছে ‘বৃহত্তর স্বাথের্’। সামনে লোকসভা নিবার্চন, তার আগে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করতে হবে। তার জন্য কংগ্রেস কণার্টকে যে অবস্থান নিয়েছে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নিবার্চনে তেমনই অবস্থান নিয়ে কংগ্রেস সাংসদ আহমেদ প্যাটেলের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাতার্ পাঠিয়েছেন রাহুল গান্ধী।

এই নিবার্চনে বিজেডির নবীন পট্টনায়ক, টিআরএসের কে চন্দ্রশেখর রাও কিংবা টিডিপির চন্দ্রবাবু নাইডুর মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে সমথর্ন করলে তাদের জয় কেউ আটকাতে পারবে না। কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলো তো সমথর্ন করবেই। তৃণমূল প্রাথীর্ হলে শুধু সিপিএম নাও ভোট দিতে পারে। কিন্তু তা বড় ফ্যাক্টর হবে না। আর এই নিবার্চনে বিজেপিকে হারাতে পারলে লোকসভার আগে আরও একটা মোক্ষম ধাক্কা দেয়া যাবে বলে কংগ্রেস নেতৃত্ব মনে করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে