শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পশুপালক-কৃষকদের সংঘাতে নাইজেরিয়ায় ৮৬ জন নিহত

যাযাদি ডেস্ক
  ২৬ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৬ জুন ২০১৮, ১০:৫৬

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যে কৃষক ও পশুপালকদের মধ্যে গোষ্ঠীগত সংঘষের্ অন্তত ৮৬ জন নিহত হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার স্থানীয় বেরোম গোষ্ঠীর কৃষকরা পশুপালক ফুলানি গোষ্ঠীর ওপর হামলা চালিয়ে পঁাচজনকে হত্যা করে। এর বদলা নিতেই শনিবার পাল্টা হামলা হলে আরও বহু মানুষ নিহত হয়। সংবাদসূত্র : বিবিসি

প্লাটো রাজ্যের পুলিশ কমিশনার জানান, সহিংসতার পর গ্রামে গ্রামে তল্লাশি চালিয়ে ৮৬ জন নিহত ও ছয়জন আহত হওয়ার তথ্য পেয়েছেন তারা। এই সংঘাতের মধ্যে অন্তত ৫০টি বাড়ি, ১৫টি মোটরসাইকেল ও দুটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্লাটো রাজ্যের তিন জায়গায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পযর্ন্ত তিন এলাকায় এই কারফিউ বলবৎ থাকবে।

নাইজেরিয়ার ওই অঞ্চলে জমি নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে দ্ব›দ্ব বহুদিনের। তবে সাম্প্রতিক সময়ে এই সহিংসতা সাম্প্রদায়িক সংঘাতের রূপ পেয়েছে। দুই পক্ষের সংঘষের্ কেবল ২০১৭ সালেই হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।

আধা যাযাবর পশুপালক গোষ্ঠী ফুলানিরা মূলত মুসলমান। অন্যদিকে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বসতি গড়া বেরোম কৃষকরা খ্রিস্টান ধমার্বলম্বী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে