শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবির ৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ০৩ জুলাই ২০১৮, ০০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ অথর্বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে ৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের ৪৮১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়ার পর ২৮ জুন রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী এ তথ্য নিশ্চিত করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক এম আব্দুস সোবহান সভাপতিত্ব করেন। অধ্যাপক এমএ বারী জানান, ২০১৮-১৯ অথর্বছরের জন্য ৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে সিন্ডিকেট সভায়। ইউজিসি এ বিষয়ে পযাের্লাচনা করে চ‚ড়ান্ত বাজেট অনুমোদন দেবেন। তবে ২০১৬-১৭ অথর্বছরের তুলনায় বাজেট প্রস্তাবের পরিমাণ কমেছে ৬৭ কোটি টাকা। ২০১৬-১৭ সালে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে ৪৯০ কোটি টাকার বাজেট পস্তাব করা হয়েছিল বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে