বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সপ্তম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয়পত্র

নতুনধারা
  ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০
সপ্তম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয়পত্র

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

ধ্বনি ও বর্ণ

১৬। ই, ঈ ধ্বনি দুটির নাম কী?

ক. কণ্ঠধ্বনি

খ. ওষ্ঠধ্বনি

গ. দন্তধ্বনি

ঘ. তালব্যধ্বনি

সঠিক উত্তর: ঘ. তালব্যধ্বনি

১৭। নিচের কোন দুটি ওষ্ঠধ্বনি?

ক. এ ঐ

খ. ও ঔ

গ. এ, ঔ

ঘ. উ, ঊ

সঠিক উত্তর: ঘ. উ, ঊ

১৮। নিচের কোনটি মূর্ধন্য ধ্বনি?

ক. ধ

খ. জ্ঞ

গ. ঋ

ঘ. ঔ

সঠিক উত্তর: গ. ঋ

১৯। 'ম' বর্ণটি কোন বর্গের অন্তর্গত?

ক. ত-বর্গ

খ. ক-বর্গ

গ. চ-বর্গ

ঘ. প-বর্গ

সঠিক উত্তর: ঘ. প-বর্গ

২০। কোনগুলো ওষ্ঠধ্বনি?

ক. চ ছ জ ঝ ঞ

খ. ট ঠ ড ঢ ণ

গ. ত থ দ ধ ন

ঘ. প ফ ব ভ ম

সঠিক উত্তর: ঘ. প ফ ব ভ ম

২১। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?

ক. অল্পপ্রাণ ধ্বনি

খ. অঘোষ ধ্বনি

গ. মহাপ্রাণ ধ্বনি

ঘ. শ্বাস ধ্বনি

সঠিক উত্তর: গ. মহাপ্রাণ ধ্বনি

২২। নাসিক্য ধ্বনি কোনটি?

ক. ঙ, ঞ

খ. ন, শ

গ. ঠ, ঞ

ঘ. ষ, ঙ

সঠিক উত্তর: ক. ঙ, ঞ

২৩। ত-বর্গের বর্ণ কোনটি?

ক. ট

খ. ণ

গ. ড

ঘ. ন

সঠিক উত্তর: ঘ. ন

২৪। নাসিক্য ধ্বনি কোনটি?

ক. ণ, ম

খ. ড, ণ

গ. ন, প

ঘ. ণ, প

সঠিক উত্তর: ক. ণ, ম

২৫। প্রতিটি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম ধ্বনিগুলোকে কী বলে?

ক. ঘোষ ধ্বনি

খ. অঘোষ ধ্বনি

গ. অল্পপ্রাণ ধ্বনি

ঘ. মহাপ্রাণ ধ্বনি

সঠিক উত্তর: গ. অল্পপ্রাণ ধ্বনি

২৬। প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলোকে কী বলে?

ক. অল্পপ্রাণ ধ্বনি

খ. মহাপ্রাণ ধ্বনি

গ. অঘোষ ধ্বনি

ঘ. ঘোষ ধ্বনি

সঠিক উত্তর: খ. মহাপ্রাণ ধ্বনি

২৭। অল্পপ্রাণ ধ্বনি কোনগুচ্ছ?

ক. গ, ঘ, চ

খ. ট, ঠ, ড

গ. ক, গ, ঙ

ঘ. ক, ট, দ

সঠিক উত্তর: গ. ক, গ, ঙ

২৮। স্বরতন্ত্রী কম্পনের দিক থেকে ব্যঞ্জনধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পাঁচ

সঠিক উত্তর: ক. দুই

২৯। প্রতিটি বর্গের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনিকে কী বলে?

ক. ঘোষ ধ্বনি

খ. অঘোষ ধ্বনি

গ. অল্পপ্রাণ ধ্বনি

ঘ. মহাপ্রাণ ধ্বনি

সঠিক উত্তর: ক. ঘোষ ধ্বনি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<44125 and publish = 1 order by id desc limit 3' at line 1