শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বল্প দৈর্ঘ চলচ্চিত্রে বিপাশা কবির

বিনোদন রিপোটর্
  ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:২৯
বিপাশা কবির

লাক্স তারকা বিপাশা কবির। চলচ্চিত্রে শুরুটা আইটেম গানের মাধ্যমে। আর আইটেম গানের মাধ্যমে জনপ্রিয়তা অজের্নর পর বেশ কয়েকটি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের পর এবার স্বল্পদৈঘর্্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বিপাশা। তরুণ নিমার্তা রুবেল আনুশ পরিচালিত ‘কাঠ গোলাপ’ শিরোনামের স্বল্পদৈঘর্্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এই আইটেম কন্যা। সিনেমাটিতে বিপাশার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পীরাজ। স্বল্পদৈঘর্্য চলচ্চিত্রটি নিমাের্ণর পাশাপাশি গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন রুবেল আনুশ। নতুন চলচ্চিত্রটি প্রসঙ্গে রুবেল আনুশ বলেন, ‘কাঠ গোলাপ’ স্বল্পদৈঘ্যের্ শুধু একটি প্রেমের গল্পই বলা হয়নি, প্রতিটি দৃশ্যে বলা হয়েছে আমাদের চোখ এড়িয়ে যাওয়া গল্পগুলো। গল্পে দেখা যাবে, শুভ্র প্রফেশনালভাবে শৌখিন কিছু লোকের বাসায় সকালবেলায় ফুল ডেলিভারি দেয়। ঠিক তেমনি মারিয়াদের বাসায়ও ফুল ডেলিভারি দেয় সে। প্রথমদিন যখন শুভ্র মারিয়াদের বাসায় ফুল দেয় তখন শুভ্রর হাতের স্পশর্ তাকে ভিন্ন অনুভ‚তি দেয়। প্রতিদিন শুভ্র ফুল দিতে আসে, সময়ের সঙ্গে মারিয়া শুভ্রর প্রতি দুবর্ল হতে থাকে। এক সময় দৃষ্টিহীন মারিয়ার তীব্র ইচ্ছা হয় শুভ্রকে দেখার। কিন্তু সে ইচ্ছা বাস্তবে রূপ নেবে কিনা তা জানতে চলচ্চিত্রটি দেখতে হবে।’ উল্লেখ্য, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত একটি সিনেমায় আইটেম গানের মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন বিপাশা। এরপর আরও অনেক ছবিতে আইটেম কাজ করে। পরে ২০১৬ সালে ‘গুন্ডামী’ সিনেমায় প্রথম নায়িকা হিসেবে কাজ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে