শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
সাক্ষাৎকার

আগামী মাসেই 'বাঙ্গি টিভি'

টিভি অভিনেতা ও পরিচালক কচি খন্দকার। বর্তমানে অভিনয় কম করলেও নিয়মিত পরিচালনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। অভিনয়, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে ...
নতুনধারা
  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
আপডেট  : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৭
কচি খন্দকার

আগামী মাসেই 'বাঙ্গি টিভি' ... বর্তমানে 'বাঙ্গি টিভি' নামে একটি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই এটি নাগরিক টিভিতে প্রচারে আসবে। আনুষ্ঠানিকভাবেই বিষয়টি জানানো হবে। অনেক পরিকল্পনা করেছি ... আমি এর আগেও এফডিসি, সিনেমা হলসহ কয়েকটি ধারাবাহিক নাটক বানিয়েছি। যেগুলোর জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসছিলাম। 'বাঙ্গি টিভি' ধারাবাহিক নাটক বানানোর জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা করে আসছিলাম, টেলিভিশনের মানুষের জীবন সম্পর্কে দর্শকদের জানাব বলে। পর্দায় খবর বা অনুষ্ঠান দেখে আমরা আনন্দিত হই। কিন্তু একটি সংবাদ বা অনুষ্ঠান প্রচারের আগে কত কষ্ট করতে হয়। সে বিষয়গুলোই ব্যঙ্গ করে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি 'বাঙ্গি টিভি'র মাধ্যমে। প্রত্যাশা অনেক বেশি ... টেলিভিশনে যারা কাজ করছেন তাদের যাবতীয় বিষয়, কর্মজীবন, সুখ-দুঃখ নিয়ে এ নাটক। বাঙ্গি শব্দের সঙ্গে ব্যঙ্গ শব্দের মিল আছে। এখানে টেলিভিশনের খুঁটিনাটি বিষয় ব্যঙ্গ করে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে নাটকটি নিঃসন্দেহে কাল্পনিক। এতে দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। নাটকটি নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি। আশা করছি, সবার ভালো লাগবে। আগেই কিছু বলা ঠিক হবে না গত বছরের শেষদিকে 'সিনেমা হল' ধারাবাহিক নাটকটি ১০৪ পর্বে শেষ হয়েছে। 'বাঙ্গি টিভি' ধারাবাহিকটিও এর চেয়ে কম হবে না। আসলে প্রচার শুরুর আগে সব কিছু এখনই বলা ঠিক হবে না। প্রচারে আসুক, দর্শকরা দেখুক তারপর বলা যাবে কতদূর যায়। দর্শক চান নতুন কিছু ... দর্শক গতানুগতিক গল্পের নাটক দেখতে চান না। তারা নতুন কিছু দেখতে চান। যে গল্পে তাদের জীবনের কিছুটা মিল খুঁজে পান। আমার সব সময়ই চেষ্টা থাকে গতানুগতিক ধারার বাইরে কিছু করা। আমি মনে করি, দর্শকদের যদি তাদেরই জীবনের গল্প দেখাতে পারি, তবে নাটকটি জনপ্রিয় হবেই। পর্দার পেছনেই ভালো লাগছে ... এখন নাটক পরিচালনায় ব্যস্ত আছি। অভিনয়ের চেয়ে নির্মাণ কাজটি উপভোগ করছি। একটি নাটকে একটি চরিত্রেই অভিনয় করতাম; কিন্তু পরিচালনা করার সময় নাটকের সব চরিত্রই নিজের ভেতর লালন করতে হচ্ছে। বর্তমানে পর্দার সামনের চেয়ে পেছনে থেকে কাজ করতে ভালো লাগছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে