শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
সাক্ষাৎকার

দশর্ক হলমুখী হলে আমরা ভালো ছবি উপহার দিতে পারব

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান। দীঘির্দন ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন। বতর্মানে খল-অভিনেতা হিসেবে বেশ সমাদৃত তিনি। এখন ‘ক্যাপ্টেন খান’ ও ‘বয়ফ্রেন্ড’ নামক দুটি চলচ্চিত্রে অভিনয় করছেন। ঈদ উদযাপন, অভিনয় ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা হলো তার সঙ্গেÑ
নতুনধারা
  ২৪ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৪ জুন ২০১৮, ২৩:২৫
অমিত হাসান

বতর্মানে ...

রমজান মাস থেকেই চট্টগ্রামে ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ এর টানা শুটিং শুরু করেছি। ঈদের ছুটি শেষে রোববার থেকে এফডিসির ৯ নম্বর ফ্লোরে ‘বয়ফ্রেন্ড’ এর শুটিং করেছি। এখন সব মিলিয়ে বেশ ব্যস্ততায় মধ্যে সময় কাটছে।

ঈদ আনন্দ নিয়ে ...

মুসলমানদের সবচেয়ে বড় ধমীর্য় অনুষ্ঠান ঈদুল ফিতর। টানা এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ। তাই পরিবার-পরিজন নিয়ে বেশ আনন্দেই ঈদ উৎযাপন করেছি। ঈদের ছুটিতে বন্ধু-বান্ধবের সঙ্গে দারুণ আড্ডা দিয়েছি।

শিল্পী সমিতি নিয়ে ...

আসলে কাজ না থাকলে তো আর এফডিসিতে তেমন আসা হয় না। তবে মনের টানে

ছুটে আসি। গতকাল

শুটিংয়ের ফঁাকে শিল্পী সমিতির বাগান ঘুরে দেখলাম। সব মিলিয়ে খুব মিস করি শিল্পী সমিতিকে।

চলচ্চিত্রের বতর্মান প্রেক্ষাপট ...

মাঝে চলচ্চিত্রের কিছুটা সময় মন্দা গেছে। তবে ডিজিটাল চলচ্চিত্রের রূপান্তিত হওয়ায় কিছুটা চলচ্চিত্রের উন্নতি হয়েছে। তবে আমার বিশ্বাস, এভাবে এগিয়ে যেতে পারলে অচিরেই আমরা আবার চলচ্চিত্রের সোনালি দিনে ফিরে যাব।

চলচ্চিত্রে আত্মতৃপ্তি ...

এই চলচ্চিত্র থেকেই আজ আমি অমিত হাসান। আমার এত খ্যাতি আর সুনাম চিত্রাঙ্গনের কারণে সম্ভব হয়েছে। এর থেকে আত্মতৃপ্তি কী আর থাকতে পারে! দেশ-বিদেশের যেকোনো অনুষ্ঠানে গেলে বুঝতে পারি, মানুষ আমাকে কতটা ভালোবাসে।

ভবিষ্যৎ নিয়ে ...

সব সময়ই বাংলা চলচ্চিত্রের ছিলাম, আছি এবং থাকব। ভবিষ্যতে অবশ্যই আরও মানসম্মত চলচ্চিত্র দশর্কদের উপহার দিতে চাই। পরিশেষে দশর্কদের বলবÑ প্রতিটি সিনেমাপ্রেমীরা হলে এসে ছবি দেখুন। কারণ দশর্ক হলমুখী হলেই আমরা আরও ভালো ছবি উপহার দিতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে