logo
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০  

বোমাতঙ্কে স্থগিত জোলির শুটিং

বোমাতঙ্কে স্থগিত জোলির শুটিং
অ্যাঞ্জেলিনা জোলি
বিনোদন ডেস্ক

একজীবনে অসংখ্য অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন হলিউডের নামকরা অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। ডামি ছাড়াই অনেক ভয়াবহ দৃশ্যে কাজ করেছেন তিনি। মারাত্মক আহতও হয়েছেন বেশ কয়েকবার। কিন্তু তারপরও এতটুকু ভয় পাননি তিনি। তবে বুধবার মেক্সিকো সিটিতে যে ভয় পেয়েছেন, তা আজীবন স্মরণ থাকবে বলে মন্তব্য করেছেন জোলি।

জানা গেছে, বুধবার মেক্সিকো সিটিতে চলছিল 'দ্য ইটারনাল' ছবির শুটিং। ওই এলাকার পাশেই বোমা আতঙ্কের জেরে সেট থেকে তড়িঘড়ি বের করে আনা হয় হলিউডের তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও নামি অভিনেতা রিচার্ড মাডেনকে। এতে ভয়ে নীল হয়ে যান জোলি।

দ্য সান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ক্যানারি আইল্যান্ডের বোমাতঙ্কের জেরে ঘটনাস্থলে ছুটে আসে বোমা নিষ্ক্রিয়কারী। সেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা উদ্ধার করা হয়। বোমা নিষ্ক্রিয়কারী দল জানায়, ঘটনাটি অনভিপ্রেত। বোমাটি কয়েকযুগ ধরে কেউ দেখেনি এবং স্পর্শও করেনি। কিন্তু সেটি কী অবস্থায় রয়েছে তা জানাটা দরকার ছিল।

তবে বোমার অবস্থা যা-ই হোক না কেন, ঘটনাস্থলে যখন উপস্থিত বিশ্বের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী, তখন সেদিকটিতে বিশেষ নজর তো দিতেই হবে।

মার্ভেলের সুপারহিরো মুভি 'দ্য ইটারনাল'-এ থেনা ও ইকারিসের ভূমিকায় দেখা যাবে জোলি ও মাডেনকে। ছবিতে আরও আছেন সালমা হায়েক, কুমাইল নানজিয়ানি, লওরেন রিডলফ, ব্রিয়ান হেনরি, ব্যারি কেওঘান ও ডন লি। পরিচালক চোলে ঝাওর। ছবিটি ২০২০ সালে আমেরিকায় মুক্তি পাবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে