শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথমবার একসঙ্গে

বিনোদন রিপোর্ট
  ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০
তানভীন সুইটি এবং দীপা খন্দকার

ছোটপর্দার দুই আলোকিত অভিনেত্রী তানভীন সুইটি এবং দীপা খন্দকার। আগে থেকেই তাদের সম্পর্কটা অনেক জোড়াল। তারা একে অন্যের পারিবারিক অনুষ্ঠানগুলোতে সবময়ই অংশগ্রহণ করার চেষ্টা করেন। আলাদাভাবে বিভিন্ন নাটকে অভিনয় করলেও এবারই প্রথম তারা দুইজন এক সঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনে আগামী বিজয় দিবসে প্রচারের জন্য বিজয় দিবসের বিশেষ নাটক 'মেঘ ভাঙ্গা রোদ' নাটকে অভিনয় করেছেন। নাটকটির গল্প রচনা করেছেন ড. ইনামুল হক। এরইমধ্যে রাজধানীর উত্তরা, বিটিভিসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। এই নাটকের আরও একটি চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুইটি বলেন, 'মেঘ ভাঙ্গা রোদ' নাটকটির গল্প দর্শকের ভালো লাগবে। কারণ, এই নাটকের গল্পটা স্বাধীনতার সময়ের প্রেক্ষাপট এবং এই সময়ের প্রেক্ষাপটের গল্প। ইনাম স্যারের গল্পে এর আগেও অভিনয় করেছি। তিনি অনেক যত্ন নিয়ে গল্প রচনা করেন। যে কারণে গল্পের ভেতরটা অনুভব করে আমরা আমাদের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পেরেছি অনায়াসে। আর এই নাটকে এক সঙ্গে আমরা অভিনয় করেছি। যে কারণে সময়টাও দারুণ উপভোগ করেছি।'

দীপা খন্দকার বলেন, 'সুইটি আপু ও মৌর সঙ্গে সবসময়ই আমার সময়টা দারুণ কাটে। এক সঙ্গে আমরা একই নাটকের শুটিং করেছি বেশ ভালোলাগা নিয়ে। ইনাম স্যারের কাছে এর আগেও মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। এবার তার লেখা মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করেছি। যে কারণে বেশ ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, অনেক বড় একটি টিম কাজ করেছে এই নাটকটি নির্মাণের নেপথ্যে। যে কারণে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।' 'মেঘ ভাঙ্গা রোদ' নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। নাটকে আরও অভিনয় করেছেন এসএম মোহসীন, সমু চৌধুরী, আদনান ফারুক হিলেস্নাল, সাব্বির আহমেদসহ আরও অনেকেই। এদিকে তানভীন সুইটি অভিনীত আকরাম খান পরিচালিত 'কালের যাত্রা' ধারাবাহিকটি নিয়মিত প্রচার হচ্ছে বিটিভিতে। এ ছাড়া দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ বদরুল আনাম সৌদের 'লুকোচুরি লুকোচুরি গল্প' ধারাবাহিকে এক সঙ্গে নিয়মিত অভিনয় করছেন। এই নাটকটিও বিটিভিতে প্রচার হচ্ছে নিয়মিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78288 and publish = 1 order by id desc limit 3' at line 1