শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ০৪ জুলাই ২০১৮, ০০:০০
আপডেট  : ০৪ জুলাই ২০১৮, ০০:৩৮
নাজিব রাজাক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেপ্তার করেছে দুনীির্ত দমন কতৃর্পক্ষ। এ অভিযোগের বিষয়ে বুধবার অভিযোগ গঠনের কথা। মালয়েশিয়ার রাষ্ট্রীয় অথর্ তহবিল ওয়ানএমডিবি (ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ) থেকে ৭০ কোটি মাকির্ন ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। গত মে মাসে মালয়েশিয়ার জাতীয় নিবার্চনে নাজিবকে হারিয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ওয়ানএমডিবির তহবিল তছরুপের ঘটনায় পুনরায় তদন্ত শুরুর নিদের্শ দেন। বিশাল অঙ্কের এই অথর্ উদ্ধারের অঙ্গীকারও করেন তিনি। ওয়ানএমডিবি বিশেষ টাস্কফোসের্র দেয়া এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বেলা ২টা ৩৫ মিনিটে নাজিব রাজাককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ সকাল সাড়ে ৮টায় তাকে আদালতে হাজির করা হয়। এই বিশাল অঙ্কের অথর্ তছরুপকে কেন্দ্র করে সম্প্রতি নাজিবের বাড়িঘরে অভিযান চালানো হয়েছে। বিলাসবহুল ভবন এবং মূল বাড়িসহ তার সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি স্থানে অভিযান চালিয়ে নগদ অথর্, গয়না, হাতব্যাগসহ এসব সম্পদের আথির্ক মূল্য ২৭ কোটি ৩০ লাখ ডলার । বাংলাদেশি মুদ্রায় যা দুই হাজার ২৩৮ কোটি সাত লাখ টাকা। ওয়ানএমডিবি কেলেঙ্কারি তদন্তের দায়িত্ব থাকা একটি টাস্কফোসর্ সোমবার এক বিবৃতিতে বলেছে, ৪০৮টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব হিসাবে রয়েছে ১১০ কোটি রিঙ্গিত। ওয়ানএমডিবির তহবিল থেকে এসব ব্যাংক হিসাবে অথর্ পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে, যার মধ্যে ৮১ জন ব্যক্তি ও ৫৫টি কোম্পানি রয়েছে। ২০১১ সালের মাচর্ থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পযর্ন্ত এসব ব্যাংক হিসাবে প্রায় ৯০০ লেনদেন হয়েছে। টাস্কফোসর্ বলেছে, ওয়ানএমডিবির অথর্ আত্মসাৎ ও তছরুপের সঙ্গে এই ব্যাংক হিসাবগুলোর যোগসূত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে প্রতিষ্ঠানটি বলেছিল, এক সময় নাজিব পরিচালিত রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের (ইউএমএনও) সঙ্গে যুক্ত ব্যাংক হিসাব জব্দ করেছে তারা। ২০০৯ সালে নাজিবের প্রতিষ্ঠিত ওয়ানএমডিবির তহবিল থেকে অথর্ আত্মসাৎ ও পাচারের অভিযোগের তদন্ত হচ্ছে অন্তত ছয়টি দেশে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের করা দেওয়ানি মামলায় অভিযোগ করা হয়েছে, ওয়ানএমডিবি থেকে সাড়ে ৪০০ কোটি মাকির্ন ডলার তছরুপের ঘটনা ঘটেছে। কিন্তু মালয়েশিয়ার দুনীির্ত দমন কমিশন প্রাথমিকভাবে কীভাবে ৪২ মিলিয়ন রিঙ্গিত এসআরসি ইন্টারন্যাশনাল থেকে নাজিবের অ্যাকাউন্টে গেল তা খতিয়ে দেখছে। ২০১১ সালে এসআরসি তৈরি করেছিলেন তৎকালীন নাজিব সরকার। ২০১২ সালে অথর্ মন্ত্রণালয়ের অধীনে সরাসরি অন্তভুর্ক্ত করার আগে ওয়ানএমডিবির অঙ্গপ্রতিষ্ঠান ছিল এসআরসি। ওই সময় নাজিব প্রধানমন্ত্রী ও অথর্মন্ত্রী দুটো পদেই ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে