শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
একাদশ জাতীয় সংসদ নিবার্চন

আউয়াল-সেলিমকে নিয়ে টেনশনে দুইদল

ল²ীপুর-১ (রামগঞ্জ)
রামগঞ্জ (ল²ীপুর) সংবাদদাতা
  ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৬ নভেম্বর ২০১৮, ১৭:০০

একাদশ জাতীয় সংসদ নিবার্চনে ল²ীপুর-১ (রামগঞ্জ) আসনে মহাজোট ও ঐক্যফ্রন্টের মনোনয়নপ্রত্যাশীরা প্রতিদ্ব›দ্বী প্রাথীের্ক ঘায়েল করে নিজের প্রাথির্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের কাছে লবিং করার পাশাপাশি এলাকাতে গণসংযোগ, কমীর্ সমাবেশ, উঠান বৈঠক, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে নানা প্রকার দান-অনুদান দিচ্ছেন। তবে মহাজোট, ঐক্যফ্রন্ট ও ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স জোট নিয়ে টেনশনে রয়েছেন আ’লীগ-বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। একটি প্রথম শ্রেণির পৌরসভা ও ১০টি ইউপি নিয়ে গঠিত এ আসনে সবের্শষ ভোটার তালিকা অনুযায়ী এখানে ১১৪৭৯০ পুরুষ এবং ১১০১০২ নারী ভোটার রয়েছেন। আগামী সংসদ নিবার্চনে এ আসনে আ’লীগের মনোনয়নপ্রত্যাশীরা হচ্ছেনÑ ল²ীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কলামিস্ট সৈয়দ মোজাম্মেল হক মিলন, ল²ীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজান, রামগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু, সিনিয়র সহসভাপতি ড. আনোয়ার খান, শামসুল হক মিজান, মো. শোয়ায়েব হোসেন সখা, মাহবুব আলম, দেওয়ান সুলতান, মাইন উদ্দিন মাঈনু ও এম এ মমিন পাটোয়ারী। আর আ’লীগের শরিক দলের প্রাথীর্ বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব ও নবগঠিত ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল এমপি। নিবার্চনের ব্যাপারে সফিকুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় পরিষদকে ঘুষ-দুনীির্তমুক্ত রাখার কারণে সবর্স্তরের মানুষের কাছে আস্থাভাজন হয়েছেন। দীঘর্ সময় উপজেলা আ’লীগের সভাপতি এবং ল²ীপুর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালনে করে দলের দুগর্ তৈরি করেছেন। একজন মুজিব আদশের্র সৈনিক এবং ত্যাগী নেতা হিসেবে দল তাকে বিবেচনা করে মনোনয়ন দিলে নৌকার বিজয় নিশ্চিত করবেন। কলামিস্ট সৈয়দ মোজাম্মেল হক মিলন বলেন, দুঃসময়ে দলকে সংগঠিত করতে গিয়ে একাধিকবার প্রতিপক্ষ রাজনৈতিক দলের হামলার শিকার হয়েছেন। চারদলীয় জোট সরকারের আমলে শেখ হাসিনা ও শেখ রেহানা নিরাপত্তা আইনের দাবিতে সমাবেশ করলে তৎকালীন সেভেন স্টার বাহিনী তার বাড়িতে হোন্ডা মোহড়া দিয়ে এলোপাতাড়ি গুলি বষর্ণ করে। দলে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা এবং দলের শীষর্ স্থানীয় নেতাদের ঐক্যবদ্ধ করে দুগর্ স্থাপন করতে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক জীবনের ইতিহাস পযাের্লাচনা করে নেত্রী তাকে মনোনয়ন দিলে এ আসনে নৌকার বিজয় হবে। আনোয়ার হোসেন খান বলেন, মহাজোট সরকার ক্ষমতায় থাকাবস্থায় রামগঞ্জ উপজেলা আ‘লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কমীর্রা যখন মামলা-হামলার শিকার হয়ে কঠিন সময় পার করছেন। সেই মুহ‚তের্ নেতাকমীের্দর পাশে দঁাড়িয়ে নৌকার ভোট বৃদ্ধি করতে চার বছর যাবৎ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ১০ ইউপির ১০ জন চেয়ারম্যান, আ‘লীগের সভাপতি-সম্পাদকদের সঙ্গে নিয়ে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে দান-অনুদান, ভোটারদের মাঝে নগদ অথর্, ইফতার ও ঈদ সামগ্রী, বস্ত্র, চাল বিতরণ করেছেন। ফলে উপজেলাতে আ’লীগের গণজোয়ার বইছে। তৃণমূল থেকে শুরু করে উপজেলা, জেলার শীষর্ স্থানীয় সব নেতা তার পক্ষে রয়েছেন। অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু বলেন, দলের দুঃসময়ে নেতাকমীের্দর পাশে থেকে আ’লীগের দুগর্ তৈরি করেছেন। সভানেত্রী প্রধানমন্ত্রী জেলে থাকাবস্থায় প্যানেল আইনজীবী হয়ে লড়াই করেছেন। ছাত্রজীবন থেকে শুরু করে উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন মূল্যায়ন করে মনোনয়ন দিলে সবাইকে সাথে নিয়ে বিজয় নিশ্চিত করবেন। শামসুল হক মিজান বলেন, উপজেলার বিভক্ত আ’লীগকে ঐক্যবদ্ধ করতে চোখের ঘুম হারাম করে শীষর্স্থানীয় নেতাদের দ্বারস্থ হয়েছেন। প্রবাসে সংযুক্ত আরব আমিরাত যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হয়ে শক্তিশালী সংগঠন তৈরি করেছেন। মুজিব আদশের্র সৈনিক হিসেবে মনোনয়ন চাইবেন। দল যাকেই মনোনয়ন দিবে, তার পক্ষে কাজ করে নৌকা বিজয় করবেন। রোটারিয়ান মো. শোয়ায়েব হোসেন সখা বলেন, তিনি মনোনয়নপ্রত্যাশী হওয়ার পরও নিজের জন্য নয় নৌকার প্রতীক বিজয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। মহাজোটের শরিক দল বাংলাদেশ তরিকত ফেড়ারেশনের সাবেক মহাসচিব লায়ন এম এ আউয়াল এমপি সা¤প্রতিক সময়ে ১৫টি ইসলামী দল নিয়ে ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে জোট গঠন করে চমক সৃষ্টি করেছেন। তিনি বলেন, মনোনয়ন কে পাবে আর কে পাবে না, তা নেত্রীর বিষয়। নিদের্শনা অনুযায়ী তারা নৌকার পক্ষে কাজ করছেন। এমপি নিবাির্চত হওয়ার পর রামগঞ্জে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। মহাজোট সরকারের ভাবমূতির্ রক্ষা করতে স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করেছেন। উপজেলার জরাজীণর্ সড়কগুলো টেন্ডার হয়েছে, নিবার্চনের পূবের্ই সব সড়ক মেরামত হয়ে যাবে। মহাজোটের শরিক দল জাতীয় পাটি ইতোমধ্যে উপজেলা জাপা (এ) সভাপতি আলহাজ সিরাজুল ইসলামকে দলীয় প্রাথীর্ ঘোষণা দিয়েছে। তিনি বলেন, উপজেলাতে জাপার দুগর্ তৈরি হয়েছে। এমপি হওয়ার মতো অবস্থান তৈরি হওয়ায় ৬ মাস পূবের্ই তাকে একক প্রাথীর্ হিসেবে ঘোষণা করেছে তৃণমূলের নেতাকমীর্রা। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আলী, উপজেলা বিএনপির সহসভাপতি মনির আহমেদ ও ইমাম হোসেন। শরিক দলের রয়েছে এলডিপির কেন্দ্রীয় কমিটির যগ্মœ মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। নিবার্চনের ব্যাপারে নাজিম উদ্দিন আহমেদ বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রæয়ারি এবং ২০০৮ সালে দলের দুঃসময়ে নিবার্চন করে এমপি নিবাির্চত হয়েছেন। দলের সভানেত্রী জেলে থাকায় ওনাকে মুক্ত করতে জোরালো আন্দোলন করার পাশাপাশি তৃণমূল নেতাকমীের্দর উজ্জীবিত করতে এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করতে প্রতিটি ইউপিতে নতুন কমিটি করা হচ্ছে। হারুন অর রশীদ বলেন, ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলের কমর্কাÐ চালিয়ে যাওয়ার পাশাপাশি রামগঞ্জ সংসদীয় আসনে মনোননয়নপ্রত্যাশী হয়ে গণসংযোগ, কমীর্ সমাবেশ করে নেতাকমীের্দর মনোবল চাঙা করে রেখেছেন। জিয়ার আদশের্র সৈনিক হিসেবে আসনটি পুনোদ্ধার করতে সাংগঠনিক কমর্তৎপরতা চালাচ্ছেন। আবদুর রহিম ভিপি বলেন, দলের উপজেলা সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়ার পরই দীঘর্ দিন নিষ্ক্রিয় হয়ে থাকায় ত্যাগী নেতাকমীের্দর ঐক্যবদ্ধ করে তৃণমূলের মতামতের ভিত্তিতে ইউপিগুলোতে নতুন কমিটি দিয়ে দলকে চাঙা করেছেন। হাইকমান্ড যাকেই দলীয় মনোনয়ন দেয়, তাকে বিজয় করাই হচ্ছে জিয়ার সৈনিকের আদশর্। এদিকে এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম রাজনীতিক বুদ্ধিমত্তা দিয়ে মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। তিনি জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ঢাকার রাজপথে সক্রিয় হয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার পাশাপাশি নিবার্চনে এলাকাতে উপস্থিত হয়ে ত্যাগী নেতাকমীের্দর সাথে নিয়ে মোটরসাইকেল শোডাউন, কমীর্ সমাবেশ, উঠান বৈঠক করে এবং ২০ দলীয় জোটের ত্যাগী নেতাকমীের্দর বিরুদ্ধে দায়ের করা মামলা চালিয়ে যাচ্ছেন। ঈদ ও নববষর্সহ বিভিন্ন উৎসবে নেতাকমীের্দর পাঞ্জাবি, নগদ টাকা প্রদান করছেন। ২০ দলীয় জোটের শীষর্ নেতার প্রতিশ্রæতি অনুযায়ী ইতোমধ্যে নিবার্চনী প্রস্তুতি সম্পূণর্ করে রেখেছেন। জোটের শরিক দল জামায়াত অত্যন্ত গোপনীয়তার সাথে দলীয় কমর্কাÐ চালিয়ে যাওয়ার পাশাপাশি দলের রোকন সদস্যকে প্রাথীর্ হিসেবে চূড়ান্ত করে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে