শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর বোডের্র আইসিটি প্রশ্নপত্রে ভুল, পরীক্ষা বাতিল

যশোর প্রতিনিধি
  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার পর মঙ্গলবার যশোর বোডের্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের নৈবর্্যক্তিক পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে স্থগিত করা হয়েছে বুধবারের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষাও। বাতিল হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নৈবর্্যক্তিক পরীক্ষা আগামী ২৮ ফেব্রæয়ারি বেলা ২টায় এবং স্থগিত করা ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ মাচর্ বেলা ২টায়।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোডের্র পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রæটির কারণে আইসিটি বিষয়ের নৈবর্্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্রে ভুল হয়।

তিনি জানান, এ বোডের্ ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষাথীর্র সংখ্যা ২৩১ জন। আর আইসিটি বিষয়ের পরীক্ষাথীর্ ১ লাখ ৫৩ হাজারের বেশি।

উল্লেখ্য, আইসিটি বিষয়ে পূণর্মান ৫০। এর মধ্যে ২৫ মাকর্স নৈবর্্যক্তিক ও বাকি ২৫ মাকর্স ব্যবহারিক। নৈবর্্যক্তিক পরীক্ষার সময় আধাঘণ্টা।

শিক্ষাথীর্রা জানান, মঙ্গলবার সকাল ১০টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ের নৈবর্্যক্তিক পরীক্ষা শুরু হয়। তাদের কক্ষে বোডের্র ?‘ঘ’ সেট প্রশ্নপত্র দেয়া হয়। এই প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ১২টি প্রশ্ন থাকলেও অপর পৃষ্ঠায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ১৩টি প্রশ্ন সংযুক্ত ছিল। পরীক্ষা শুরুর ২০ মিনিট পর সেই ভুল ধরা পড়লে শিক্ষকরা তাদের উত্তরপত্র বাতিল করে ‘গ’ সেটের প্রশ্নপত্র সরবরাহ করে নতুন করে পরীক্ষা নেন। এতে নিধাির্রত সময়ের মধ্যে শতভাগ উত্তর প্রদানে ব্যথর্ হন। যশোর জিলাস্কুল কেন্দ্রের সামনে অভিভাবকরা অভিযোগ করেন, তাদের সন্তানরা দিন-রাত প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে গিয়ে ভুল প্রশ্নপত্র পেল। এতে তারা মানসিকভাবে শুধু ভেঙ্গে পড়ে তা না, পরে অন্য প্রশ্নপত্র দিলে তা নিয়ে পরীক্ষা দিতে গিয়েও ভীত হয়ে পড়ে।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোডের্র চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীম বলেন, আইসিটি বিষয়ের নৈবর্্যক্তিক প্রশ্নপত্রের বাকি তিনটি সেটে কোনো সমস্যা ছিল না। শুধু ‘ঘ’ সেটের প্রশ্নপত্রে ২৫টি প্রশ্নের মধ্যে ১২টি আইসিটি বিষয়ের থাকলেও বাকি ১৩টি ক্যারিয়ার শিক্ষার প্রশ্ন সংযুক্ত করা হয়েছে। বিষয়টি বোডর্ কতৃর্পক্ষের নজরে আসলে পরীক্ষা বাতিল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36478 and publish = 1 order by id desc limit 3' at line 1