শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাসের রহমানের দুসাই রিসোটর্ নিলামে

মৌলভীবাজার প্রতিনিধি
  ২৪ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৫ জুন ২০১৮, ১২:০০

সাবেক অথর্ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ‘বাগানবাড়ি’ হিসেবে পরিচিত ‘দুসাই রিসোটর্ অ্যান্ড স্পা’ নিলামে উঠছে। আইএফআইসি ব্যাংকের ৮৭ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৮৬২ টাকা পরিশোধ না করার দায়ে আগামী ২৭ জুন রিসোটির্ট নিলামে তোলা হবে। শনিবার সাইফুর রহমানের ছেলে, রিসোটির্টর ব্যবস্থাপনা পরিচালক এম নাসের রহমান নিলামের বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া গত শনিবার একটি জাতীয় দৈনিক পত্রিকায় এ সক্রান্ত একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিলাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাবেক অথর্মন্ত্রী সাইফুর রহমানের ছেলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম নাসের রহমান, এম কায়সার রহমান, এম শফিউর রহমান, মেয়ে সাইফা রহমান সিদ্দিকী এবং এম নাসের রহমানের মেয়ে ফারহীন আমিরাহ রহমানের কাছে আইএফআইসি ব্যাংক ২০১৮ সালের ৩১ মাচর্ পযর্ন্ত সুদসহ ৮৭ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৮৬২ টাকা ৭০ পয়সা পাওনাদার। ওই টাকা পরিশোধ না করায় ‘দুসাই রিসোটর্ অ্যান্ড স্পা’ নিলামে তোলার ঘোষণা দেয়া হয়। ২৭ জুন দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টনে ব্যাংকটি প্রিন্সিপাল শাখায় দরপত্র খোলা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। জানা গেছে, ২০১২ সালে ১ হাজার ৩৮৬ শতক জমিতে ৮৫ কক্ষবিশিষ্ট আন্তজাির্তক মানের ‘দুসাই রিসোটর্ অ্যান্ড স্পা’ নিমার্ণ করা হয়। বতর্মানে সেখানে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও দেশি কমর্কতার্-কমর্চারীদের দক্ষ জনবল নিয়ে এটি পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে ‘দুসাই রিসোটর্ অ্যান্ড স্পা’ ব্যবস্থাপনা পরিচালক এম নাসের রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের প্রেসার ছিল। তাই ব্যাংক নিলাম দিয়েছে। আগামী সপ্তাহে বিষয়টি সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে রিপোটর্ করার কিছুই নেই।’ এ প্রসঙ্গে আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার ম্যানেজার (ক্রেডিট) শফিউদ্দিন মিল্কি বলেন, ‘ব্যাংকের পাওনা টাকা ফেরত পেতে ‘দুসাই রিসোটর্ অ্যান্ড স্পা’র নিলাম ডাকা হয়েছে। ২৭ জুন দরদাতাদের সামনে দরপত্র খোলা হবে।’ ব্যাংকের আইন বিভাগ বিষয়টি তদারকি করছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে