শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনপ্রশাসন সচিব হলেন ফয়েজ আহম্মদ

যাযাদি রিপোটর্
  ২৪ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৪ জুন ২০১৮, ২২:২৪
ফয়েজ আহম্মদ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদ। তিনি বতর্মান জনপ্রশাসন সচিব মো. মোজাম্মল হক খানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সরকারি সূত্র মতে, মোজাম্মেল হক খানকে দুনীির্ত দমন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। এ জন্য তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। আগামী নভেম্বরে তার অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। এর আগে শনিবার তাকে স্বেচ্ছায় অবসর দেয়া হয়। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ করা হয়।

এ বিষয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। ফয়েজ আহম্মদ জনপ্রশাসনসচিব হওয়ায় এখন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব করা হয়েছে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনকে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. দিলওয়ার বখতকে ভারপ্রাপ্ত সচিব পদমযার্দায় পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে